Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবগ্রামে অনেকগুলি পঞ্চায়েত গঠন বামফ্রন্ট, কংগ্রেসের

নবগ্রামে অনেকগুলি পঞ্চায়েত গঠন বামফ্রন্ট,কংগ্রেসের
তুষার কান্তি খাঁ, নবগ্রাম, ১১ আগস্ট: লাল আবিরের উচ্ছ্বাসে বৃহস্পতিবার নবগ্রামের অনেকগুলি জায়গায় মানুষের পঞ্চায়েত গঠিত হয়েছে ।সিপিআই(এম) এবং কংগ্রেস মিলিতভাবে  জোটবদ্ধ ভাবে বো…

 



নবগ্রামে অনেকগুলি পঞ্চায়েত গঠন বামফ্রন্ট,কংগ্রেসের


তুষার কান্তি খাঁ, নবগ্রাম, ১১ আগস্ট: লাল আবিরের উচ্ছ্বাসে বৃহস্পতিবার নবগ্রামের অনেকগুলি জায়গায় মানুষের পঞ্চায়েত গঠিত হয়েছে ।সিপিআই(এম) এবং কংগ্রেস মিলিতভাবে  জোটবদ্ধ ভাবে বোর্ড গঠন করেছে অমৃতকুন্ডু , পাঁচগ্রাম ও গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতে । পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে সিপিআই(এম )ও কংগ্রেস কর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

অমৃতকুন্ডু পঞ্চায়েতে সিপিআই(এম) ১২টি আসনের মধ্যে ৪ টি আসনে ও কংগ্রেস জয়লাভ করে ৩ টিতে। এখানে কংগ্রেসের সমর্থনে সিপিআই(এম)র প্রধান নির্বাচিত হন তাজমিরা বিবি এবং উপপ্রধান নির্বাচিত হন কংগ্রেসের পারুলা বিবি। পাঁচগ্রামে মোট ২৭ টি আসনের মধ্যে কংগ্রেস ১১ টি, সিপিআই(এম) ৫টি আসনে জয় পায়। এখানে সিপিআই(এম) র সমর্থনে প্রধান নির্বাচিত হন কংগ্রেসের সালমা সুলতানা বিবি এবং উপপ্রধান হন চুমকি মার্জিত। গুড়া - পাশলা পঞ্চায়েতে মোট ২২ টি আসনের মধ্যে জোটের দখলে যায় ১২ টি আসন। প্রধান নির্বাচিত হন সাদের শেখ এবং উপপ্রধান  নির্বাচিত হন চুমকি হালদার। মানুষের স্বার্থে সরকারি প্রকল্পের সব সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ হন বাম- কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা।

No comments