সপ্তদশ তম পরিচালক সমিতি নির্বাচন সাউথ বৈষ্ণবচক মার্কেট সপকিপার্স এসোসিয়েশনপূর্ব মেদিনীপুর জেলা শিল্প ও সাংস্কৃতির শহর হলদিয়া থানার অন্তর্গত সাউথ বৈষ্ণবচক মার্কেট সপকিপার্স এসোসিয়েশনের সপ্তদশ তম পরিচালক সমিতি নির্বাচন। আজ ২০শে …
সপ্তদশ তম পরিচালক সমিতি নির্বাচন সাউথ বৈষ্ণবচক মার্কেট সপকিপার্স এসোসিয়েশন
পূর্ব মেদিনীপুর জেলা শিল্প ও সাংস্কৃতির শহর হলদিয়া থানার অন্তর্গত সাউথ বৈষ্ণবচক মার্কেট সপকিপার্স এসোসিয়েশনের সপ্তদশ তম পরিচালক সমিতি নির্বাচন। আজ ২০শে আগস্ট সকাল ৮ টা থেকেই ভোট নেওয়ার কাজ শুরু হবে চলবে বিকাল ৫ টা পর্যন্ত । হলদিয়া পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ড সাউথ বৈষ্ণব চক পরিচালক কমিটি নির্বাচন মোট ভোটার ২২২ জন। এবারের প্রার্থী সংখ্যা ১৫ জন। ভোটে অংশগ্রহণ করছেন প্রার্থী সংখ্যা ১৯ জন। তার মধ্যে ১৫ জন জয়ী হবেন তাদের নিয়ে পরিচালক সমিতি বোর্ড গঠন করা হবে।
এই ভোটকে কেন্দ্র করে বিগত দিনে কোন গন্ডগোল হয়নি শান্তিপূর্ণভাবে এবারে নির্বাচন হবে বলে আশাবাদী পরিচালক মন্ডলী।
No comments