Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্মোৎসর্গ দিবস পালন

বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্মোৎসর্গ দিবস পালন 
অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্মোৎসর্গ দিবস উপলক্ষে আজ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার প্রবেশদ্বার মেচেদা কেন্দ্রীয়…

 



বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্মোৎসর্গ দিবস পালন 


অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্মোৎসর্গ দিবস উপলক্ষে আজ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার প্রবেশদ্বার মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ক্ষুদিরামের মর্মর মূর্তিতে সকালে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মাল্যদান করেন সংস্থার পক্ষে গনেন রায়,ডাঃ বিশ্বনাথ পড়িয়া, কালি শংকর পাত্র প্রমুখ। বিকেলে কমসোমলের সহযোগিতায় ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি সহযোগে শোভাযাত্রা,আলোচনা সভা, গান-আবৃত্তি-নাটক প্রভৃতি অনুষ্ঠান হয়। ক্ষুদিরামের জীবন সংগ্রামের উপর মুল আলোচনা করেন, সারা বাংলা  ক্ষুদিরাম জন্মশতবার্ষিকী কমিটির সদস্য অমল মাইতি।

অন্যদিকে তমলুক,কোলাঘাট,মহিষাদল,পাঁশকুড়া, ভোগপুর,কাঁথি সহ জেলার বিভিন্ন স্থানেও দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।

No comments