কারখানার ভিতরে আধিকারিকের মৃত্যু ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/mAgoIbFN4wU ট্যাঙ্কারের ধাক্কায় জখম আধিকারিকের মৃত্যু হল । হলদিয়া শিল্প তালুকের পতঞ্জলি ফুডস লিমিটেডের কারখানার চত্বরে সোমবার সন্ধ্যায় দুর্ঘটনা এই দুর্ঘট…
কারখানার ভিতরে আধিকারিকের মৃত্যু
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/mAgoIbFN4wU
ট্যাঙ্কারের ধাক্কায় জখম আধিকারিকের মৃত্যু হল । হলদিয়া শিল্প তালুকের পতঞ্জলি ফুডস লিমিটেডের কারখানার চত্বরে সোমবার সন্ধ্যায় দুর্ঘটনা এই দুর্ঘটনা ঘটেছে । এদিন রাতে দৌলত সিং(৫৬) নামে ওই আধিকারিকের মৃত্যু হয়েছে । মৃত ওই আধিকারিক ছিলেন কারখানার পন্য পরিমাপক বিভাগের দায়িত্বে । তিনি মধ্যপ্রদেশের বিদিশা জেলার টপ্পুরার বাসিন্দা ।
রাতে হলদিয়া থেকে মৃতদেহ নিয়ে তার বাড়ির লোকজন মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেন । তবে কারখানা চত্বরে এমন দুর্ঘটনা কেউ মেনে নিতে পারছেন না । এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় দুর্গাচক থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । থানার ওসি সঞ্জয় মাইতি জানান," দুর্ঘটনার তদন্ত চলছে । ঘটনায় জড়িত ট্যাংকার চালক পলাতক । তার খোঁজ চলছে ।" কটাক্ষ করেছেন বিএম এস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন কারখানার ভিতরে সেফটি থাকে। তাহলে সেই সেফটি কোথায়? কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তাহলে কি শ্রমিকদের নিরাপত্তা কোথায় থাকে।
No comments