Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেউটে সাপের প্রাণ বাঁচালেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা

কেউটে সাপের প্রাণ বাঁচালেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতাজীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বিবেকানন্দের এই উদ্ধৃতিকে মাথায় রেখেই জীব সেবা শিবসেবার মতই মানব কল্যাণে নিয়োজিত করলেন মৌমিতা।হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি…

 



কেউটে সাপের প্রাণ বাঁচালেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা

জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বিবেকানন্দের এই উদ্ধৃতিকে মাথায় রেখেই জীব সেবা শিবসেবার মতই মানব কল্যাণে নিয়োজিত করলেন মৌমিতা।

হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মৌমিতা ঘোড়াই (প্রধান) শপথ গ্রহণ করেছিলেন, মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন। বাড়ি ফিরে দেখলেন বাড়ির পাশে এক ঘুনিতে  কেউটে সাপ পড়েছে। তাকে সকলে মারতে উদ্ধত। 

সাপটি কে  বাঁচাতে হবে। তিনি ফোন করলেন বিজ্ঞান মঞ্চে কার্যকরী সভাপতি নকূলচন্দ্র ঘাঁটিকে। তৎক্ষণাৎ হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতার ঘোড়াই মহোদয়ের বাড়িতে পৌঁছে যান। মানুষকে সাপ সম্পর্কে সচেতন করলেন। 

সাপ আমাদের কি কি কাজে লাগে। সাপকে না মারার পরামর্শ দেন। সভা নেত্রী সাপটি কে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য পরামর্শ দিলেন। বনদপ্তরের  কর্মচারী কম রয়েছে সেজন্য কেউ আসতে পারবেন না জানিয়েছেন। সাপটিকে বিজ্ঞান কর্মী হাতে তুলে দিলেন। বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বনদপ্তরের হাতে তুলে দেবেন বলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি নকুল চন্দ্র ঘাঁটি (স্নেক ম্যান) । 

No comments