Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইংরেজি ভাষায় বিখ্যাত কবি ৯৪ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন

Indian English poets এর  নয়নমণি ইংরেজি ভাষায় বিখ্যাত কবি  ৯৪ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন  কবি জয়ন্ত মহাপাত্র নিউমোনিয়া রোগে।উড়িষ্যার একটি কলেজে পদার্থবিদ্যায় অধ্যাপনা করতেন তার সাথে ইংরেজি ভাষায় কবিতা লিখতেন। প্রচুর পুরস্…

 



Indian English poets এর  নয়নমণি ইংরেজি ভাষায় বিখ্যাত কবি  ৯৪ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন  কবি জয়ন্ত মহাপাত্র নিউমোনিয়া রোগে।

উড়িষ্যার একটি কলেজে পদার্থবিদ্যায় অধ্যাপনা করতেন তার সাথে ইংরেজি ভাষায় কবিতা লিখতেন। প্রচুর পুরস্কারে পুরস্কৃত,আমার প্রাণের sir, ছেলের মত করে ভালোবাসতেন। সাহিত্য আকাদেমি পুরষ্কার, পদ্মশ্রী পুরস্কার সহ প্রচুর পুরষ্কারে পুরষ্কৃত ।। তাঁর কবিতায় লক্ষ্যণীয় বিষয় ছিল " protest against rising intolerance in India "।

ওনার অনেক কবিতা  বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাসে ছিল।।

ওনার কাছ থেকে পারমিশন নিয়ে অনেক কবিতার বঙ্গানুবাদ করেছি  আমি( প্রায় ৪০ টা ) । অন্যতম কবিতা গুলো - Hunger,A Summer poem,Ash, The Moon Moment,Main Temple Street,The life,Freedom,Twilight ইত্যাদি।

কালের তরঙ্গে এমনি ভাবে সবাই কে অগম পারে চলে যেতে হয়।।কবি , " তুমি রবে নীরবে,হৃদয়ে মম "

No comments