77th Independence Day Celebration at Haldia Refinery Initiative
হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন
হলদিয়া রিফাইনারি টাউনশিপে স্টেডিয়াম নেতাজি সুভাষচন্দ্র বোস সেক্টর ১১ই অত্যন্ত উৎসাহিত উদ্দীপনা ও দেশ ও ভক্তির স…
77th Independence Day Celebration at Haldia Refinery Initiative
হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন
হলদিয়া রিফাইনারি টাউনশিপে স্টেডিয়াম নেতাজি সুভাষচন্দ্র বোস সেক্টর ১১ই অত্যন্ত উৎসাহিত উদ্দীপনা ও দেশ ও ভক্তির সাথে স্বাধীনতা দিবস উদযাপন করলো আইওসি।
ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন সিজিএম রিফাইনারি হেড অতনু সান্যাল। জাতীয় সংগীত পরিবেশন করেন রিফাইনারি কর্মচারীদের একটি কোরাস দল। সিআইএস এফ , ডিজিআর সিকিউরিটি পার্সোনাল এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে দশটি প্লাতুন পরিদর্শন করেন প্রধান অতিথি। হলদিয়া রিফাইনারি পরিবার বর্গ এবং স্টেক হোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি।
মার্চ পাস্ট ও স্যালুটের মাধ্যমে প্লাতুন গুলি জাতীয় পতাকাকে অভিবাদন জানায়। তেরঙ্গা বেলুন এবং পায়রা উড়ান অতিথিরা।
মিস্টার সান্যাল বলেন ইন্ডিয়ান ওয়েলের ছয় দশক এবং হলদিয়া রিফাইনারি পাঁচ দশক এর যাত্রা ভারতের শক্তি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি সবুজ ভবিষ্যতের জন্য কাঙ্খিত পথ তৈরি লক্ষ্যে এগিয়ে চলছে।
তিনি আরো বলেন নীতির উপর জোর দিয়ে তিনি সমস্ত কর্মচারীদের একটি উন্নত ভারত গড়ার তোলার জন্য সকলকে উৎসাহিত করেন।
আরো বলেন ২০২৩ সালে ফরচুন গ্লোবাল ৫০০ এর তালিকায় ইন্ডিয়ান অয়েল বিশ্বের শীর্ষ কর্পোরেট কোম্পানিগুলির মধ্যে ৯৪ তম স্থানে স্থান দখল করেছে। এবং ইন্ডিয়ান অয়েল একমাত্র ভারতীয় কোম্পানি হিসেবে গ্লোবাল ৫০০ এর তালিকায় ১০০ তম স্থান দখল করেছে।
৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন কালে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের দেশাত্মবোধক সংস্কৃত অনুষ্ঠান পরিবেশন এর মাধ্যমে এবং ইন্ডিয়ান অয়েলে পরিবারদের বিশেষভাবে সম্মানিত করেন হলদিয়া রিফাইনারি হেড মিস্টার অতনু সান্যাল।
No comments