প্রাতঃভ্রবনে বেরিয়ে মৃত্যু হল একাধিকভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Zrk5jMlUvBY
এই মুহুর্তের বড় খবর!! শিল্পশহর হলদিয়া প্রাতঃভ্রবণে বেরিয়ে মৃত হল একাধিক পুরুষ ও মহিলা। ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানার অন্তর্গত গিরিশ মোড়ে। প্…
প্রাতঃভ্রবনে বেরিয়ে মৃত্যু হল একাধিক
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Zrk5jMlUvBY
এই মুহুর্তের বড় খবর!! শিল্পশহর হলদিয়া প্রাতঃভ্রবণে বেরিয়ে মৃত হল একাধিক পুরুষ ও মহিলা। ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানার অন্তর্গত গিরিশ মোড়ে। প্রাতঃভ্রবনে বেরিয়েছিলেন অনেকেই। কিন্তু চৈতন্যপুর থেকে হলদিয়া গ্রামী একটি দশ চাকার লরি এসে পিছে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
সূত্রের খবর এখন পর্যন্ত মারা গেছেন দুজন মহিলা একজন সাইকেল আরোহী।রাস্তার উপর পড়ে থাকে মৃতদেহ এলাকার মানুষ এই মৃতদেহ ঘিরে পথ অবরোধ। শিল্প শহর হলদিয়ায় বহু মানুষ সকালবেলা কাজের জন্য তারা যাতায়াত করে কিন্তু প্রত্যেকটি রাজ্য সড়কে বাস ডাম্পার টোটো অটো ম্যাজিক ভ্যানের নিয়ন্ত্রণ না থাকায় প্রতিনিয়ত ঘটে চলছে এই ধরনের দুর্ঘটনা । খবর পেয়ে ছুটে আসেন হলদিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সম্পাদক শিবপ্রসাদ প্রধান। দুর্ঘটনা স্থলে পৌঁছেছেন দুর্গাচক থানার পুলিশ।
No comments