রাজ্য সরকারের উদ্যোগে অ্যাপ্রেন্টিসশিপ মেলা'র মাধ্যমে বিভিন্ন শিল্প সংস্থায় ট্রেনি-জবে কাজের সুযোগ সোমবার হলদিয়ায় রাজ্য সরকারের উদ্যোগে অ্যাপ্রেন্টিসশিপ মেলা'র মাধ্যমে বিভিন্ন শিল্প সংস্থায় ট্রেনি-জবে কাজের সুযোগ পেলেন দু…
রাজ্য সরকারের উদ্যোগে অ্যাপ্রেন্টিসশিপ মেলা'র মাধ্যমে বিভিন্ন শিল্প সংস্থায় ট্রেনি-জবে কাজের সুযোগ
সোমবার হলদিয়ায় রাজ্য সরকারের উদ্যোগে অ্যাপ্রেন্টিসশিপ মেলা'র মাধ্যমে বিভিন্ন শিল্প সংস্থায় ট্রেনি-জবে কাজের সুযোগ পেলেন দু'শতাধিক যুবক। হলদিয়ার নামী শিল্প সংস্থা এক্সাইড ব্যাটারি, মানাকশিয়া, ইলেকট্রস্টিল কাস্টিং সহ রাজ্যের ১১টি সংস্থায় ট্রেনি বা শিক্ষানবিশ হিসেবে কাজ পেয়েছেন। রাজ্যের ৩০টির বেশি সরকারি ও বেসরকারি আইটিআই কলেজ থেকে ওয়েল্ডার, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ফায়ার টেকনোলজি, কেমিকেল ইঞ্জিনিয়ারিং সহ ১৮টি বিভিন্ন ট্রেডে পাশ করা তরুণ তরুণীরা এদিন মেলায় অংশ নিয়েছিলেন।
হলদিয়ার শ্রীকৃষ্ণপুরে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রাইভেট আইটিআই কলেজ ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়। বিভিন্ন শিল্পসংস্থার প্রতিনিধিরা এসেছিলেন ট্রেনিদের বাছাই করতে। বায়োডাটা দেখার পর তাঁদের ইন্টারভিউ করে মেলা প্রাঙ্গণেই কাজে যোগদানের অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হয়।
মেলার আয়োজক ছিল রাজ্যের ডাইরেক্টটরেট অব ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং(ডিআইটি) এবং সুভাষ বোস আইটিআই। এদিন আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করেন সুভাষ বোস আইটিআইয়ের চেয়ারম্যান ও প্রাক্তন সংসদ সদস্য ডঃ লক্ষ্মণ শেঠ, সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক বিশ্বময়ানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন ডিআইটির অ্যাসিসটেন্ট ডিরেক্টর এবং জেলার আইটিআইগুলির নোডাল অফিসার প্রসেনজিৎ বসু, নেতাজি আইটিআইয়ের সম্পাদক আশীষ লাহিড়ি, প্রিন্সিপাল প্রসেনজিৎ বাগ প্রমুখ।
No comments