হলদিয়াতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো এলাকাস্বাধীনতা দিবসের দিন গভীর রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো দুর্গাচক থানা এলাকার বানেশ্বরচক গ্রাম।সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত জয়নগর গ্রাম পঞ্চায়েত বানেশ্বর গ্রাম। দক্ষিণ বানেশ্বরচক গ…
হলদিয়াতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো এলাকা
স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো দুর্গাচক থানা এলাকার বানেশ্বরচক গ্রাম।
সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত জয়নগর গ্রাম পঞ্চায়েত বানেশ্বর গ্রাম। দক্ষিণ বানেশ্বরচক গ্রামে নীল উৎপল দাস অধিকারীর বাড়ির সামনেই গভীর রাতে বোমা বিস্ফোরণ হয়েছিল অভিযোগ।
দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তদন্ত করছে দুর্গাচক থানার পুলিশ। তৃণমূল জেলা যুব সহ-সভাপতি যশোরাজ ব্রহ্মচারী বলেন জয়নগর গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি । তাই এলাকা দখলে রাখার জন্য বোমা বিস্ফোরণ করে মানুষকে আতঙ্কে রাখার চেষ্টা করছে।
No comments