কুকড়াহাটি অঞ্চল বোর্ড গঠন করলেন তৃণমূল ,পূর্ব মেদিনীপুর জেলার ৯ থেকে ১১ই আগস্ট এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকার।
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/DVgU1aVdDpY কিন্তু ১১ই আগস্ট বোর্ড গঠন…
কুকড়াহাটি অঞ্চল বোর্ড গঠন করলেন তৃণমূল ,পূর্ব মেদিনীপুর জেলার ৯ থেকে ১১ই আগস্ট এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকার।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/DVgU1aVdDpY
কিন্তু ১১ই আগস্ট বোর্ড গঠনের দিন শাসক বিরোধী দলের গন্ডগোল জন্য বন্ধ হয়ে যায়।
আজ ২৫ শে আগস্ট বিশাল পুলিশ বাহিনী মোতায়েনে নিরাপত্তা বলয়ের মধ্যে কুকড়াহাটি অঞ্চল বোর্ড গঠনের কাজ শুরু হয়।
সূত্রের খবর কুকড়াহাটি অঞ্চল মোট আসন ২৩ সিপিএম পেয়েছিলেন ২ পরবর্তীকালে একজন শাসক দল তৃণমূলের যোগদান করেন।
বিজেপি পেয়ে ছিলেন ১১টি। গত ১১ই আগস্ট বোর্ড গঠনের দিন শাসকদল তৃণমূলে যোগদান করেছিলেন একজন। তৃণমূল কংগ্রেস নিজস্ব আসন ছিল ১০ পরবর্তীকালে দুটি দল থেকে এলেন ২ মোট আসন হল ১২,
সূত্রে জানা যায়,আজ ২৫ শে আগস্ট সকালে মোট ২১ জন সদস্য বোর্ড গঠনের জন্য আসেন। অর্থাৎ নির্বাচিত সিপিআইএমের একজন এবং বিজেপির একজন সদস্য অনুপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের পূর্বের ১০ এবং পরবর্তীকালে দুজন যোগদান করার আসন সংখ্যা দ্বারা ১২ জন । বিজেপির ৯ জন উপস্থিত ছিলেন।
কুকড়াহাটি অঞ্চল ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হলেন রিতার ভূঁইয়া দাস এবং উপপ্রধান হলেন শেখ আতিয়ার পক্ষে ভোট পেয়েছেন ১২ বিপক্ষে ৯ টি।
নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বের উপস্থিতিতে দলীয় কর্মীদের উচ্ছ্বাস দেখা যায় সমস্ত নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানালেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও সহসভাপতি এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতি সভাপতি সহ-সভাপতি অশোক মিশ্র এবং শেখ শাহনাওয়াজ শুভেচ্ছা জানালেন।
No comments