হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় হলদিয়া ব্লক যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে খেলা হবে দিবস পালিত হলো।
হলদিয়া ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং হলদিয়া পঞ্চায়েত সমিতি আয়োজনে দক্ষিণচক হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো হলদিয়া…
হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় হলদিয়া ব্লক যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে খেলা হবে দিবস পালিত হলো।
হলদিয়া ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং হলদিয়া পঞ্চায়েত সমিতি আয়োজনে দক্ষিণচক হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো হলদিয়া ব্লক স্তরে খেলা হবে দিবস।
অংশগ্রহণ করেন দক্ষিণ চক হাই স্কুল, মনোহরপুর হাই স্কুল, সাপুয়া হাই স্কুল, বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুল।
ছাত্র-ছাত্রীদের স্বতস্ফূর্ত প্রাণবন্ত উপস্থিতিতে ক্রীড়াঙ্গন ছিল প্রাণবন্ত ভরপুর। তীব্র প্রতিযোগিতার পর ফাইনালে মনোহরপুর হাই স্কুল কে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে দক্ষিণ চক হাই স্কুল।
উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়াই প্রধান সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা মেহতা দাস প্রাক্তন সভাপতি সুব্রত হাজরা সহ হলদিয়া পঞ্চায়েতে অন্যান্য সদস্য ও এলাকার মানুষগন।
হলদিয়া ব্লকের যুব কল্যাণ দপ্তরের আধিকারিক অভিষেক ঘোষাল বলেন ছাত্র-ছাত্রীদের ফুটবলের প্রতি আগ্রহ এবং ক্রীড়া প্রেমী মানুষদের উপস্থিতি ও সমর্থন এলাকার ক্রিয়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে । উপস্থিত ছাত্রীরা ব্লক যুব আধিকারিক অভিষেক ঘোষালের কাছে আগামী দিনে ছাত্রীদের জন্য এরকম টুর্নামেন্ট আয়োজন করার আবেদন জানায়। ব্লক যুব আধিকারিক অভিষেক ঘোষাল বলেন পঞ্চায়েত সমিতির সাথে আলোচনা করে আগামী দিনে এই ধরনের টুর্নামেন্ট করবে বলে তিনি আশ্বাস দেন। এলাকার মানুষ সরকারি উদ্যোগে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা দেখে খুবই খুশি হলেন।
এলাকার মানুষের দাবি সরকারের উদ্যোগে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হলে এলাকা ক্রীড়া জগতে আরো মান উন্নয়ন হবে। উপস্থিত দর্শকদের দাবি নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদের মোবাইলের আসক্ত কাটাতে গেলে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা খুবই প্রয়োজন। তারই সাথে ক্রীড়া প্রতিযোগিতায় আরো নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে। ক্রীড়া জগতে নতুন দিগন্ত খুলে যাবে বলেও এলাকার মানুষের দাবি।
No comments