Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলে গেল চাকরি চুরি করা নবগ্রামের চারজন শিক্ষক

জেলে গেল চাকরি চুরি করা নবগ্রামের চারজন শিক্ষক
তুষার কান্তি খাঁ , নবগ্রাম, : চাকরির চুরি করে বেশ বহাল তবিয়তে  চাকরি করছিলেন নবগ্রামের চারজন প্রাথমিক শিক্ষক। এরা হলেন সাইগর হোসেন, সীমার হোসেন, জহিরউদ্দিন শেখ ও সৌগত মন্ডল । সাইগর ও…

 




জেলে গেল চাকরি চুরি করা নবগ্রামের চারজন শিক্ষক


তুষার কান্তি খাঁ , নবগ্রাম, : চাকরির চুরি করে বেশ বহাল তবিয়তে  চাকরি করছিলেন নবগ্রামের চারজন প্রাথমিক শিক্ষক। এরা হলেন সাইগর হোসেন, সীমার হোসেন, জহিরউদ্দিন শেখ ও সৌগত মন্ডল । সাইগর ও সীমার সম্পর্কে আবার দুই ভাই ।বাড়ি নবগ্রামের শীল গ্রামে ।জহিরউদ্দিনের বাড়ি নবগ্রামেই। সীমার নবগ্রাম পশ্চিম চক্রের অন্তর্গত খোজারডাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ইকরোল কুসুমকামিনী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন জহিরউদ্দিন শেখ, সাইগর ছিলেন নবগ্রাম চক্রের অন্তর্গত  সিঙ্গার পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। আর সৌগতর স্কুল ছিল নবগ্রাম চক্রের মাধুনিয়া প্রাথমিক বিদ্যালয়। তাঁরা সকলেই ২০১৪ সালে টেট পরীক্ষায় অনুউত্তীর্ণ হয়ে ২০১৮ সাল থেকে চাকরি করছিলেন ।এদিন হাইকোর্টের নির্দেশে তাঁদের গ্রেপ্তার করা হলো, যা এক নজিরবিহীন ঘটনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চারজন শিক্ষক গ্রেপ্তার হতেই এলাকায় ঢিঁ ঢিঁ পড়ে গেছে।

No comments