জেলা প্রশাসনের উদ্যোগে বাইশে শ্রাবণ উদযাপন
সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তমলুকে জেলাশাসকের দপ্তরে বাইশে শ্রাবণ পালন করা হয়।কবি গুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে …
জেলা প্রশাসনের উদ্যোগে বাইশে শ্রাবণ উদযাপন
সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তমলুকে জেলাশাসকের দপ্তরে বাইশে শ্রাবণ পালন করা হয়।কবি গুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী।অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব , অনির্বাণ কোলে।তমলুক মহকুমা শাসক বুদ্ধদেব পান।জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক মহুয়া মল্লিক। দীপেন্দ্র নারায়ণ রায় চেয়ারম্যান তাম্রলিত পৌরসভা।পরমেশ আচার্য, অধ্যাপকসুমিত্রা পাত্র, কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সহ অন্যান্যরা।
নতুন প্রজন্মের কাছে কবি গুরুর প্রসঙ্গ বেশি বেশি করে তুলে ধরার কথা জানান উপস্থিত গুনীজনেরা।
No comments