চৈতন্যপুর নিউ স্টার ক্লাবের দ্বাদশ বর্ষে খুঁটি পূজার মাধ্যমে শুরু হল দুর্গা পূজার প্রস্তুতি
বাঙালির উৎসব ছাড়া থাকতে পারে না জীবন কেমন জানি অসম্পূর্ণ হয়ে থাকে উৎসব ছাড়াই তাইতো বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এর মধ্যে সবচেয়ে বড…
চৈতন্যপুর নিউ স্টার ক্লাবের দ্বাদশ বর্ষে খুঁটি পূজার মাধ্যমে শুরু হল দুর্গা পূজার প্রস্তুতি
বাঙালির উৎসব ছাড়া থাকতে পারে না জীবন কেমন জানি অসম্পূর্ণ হয়ে থাকে উৎসব ছাড়াই তাইতো বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এর মধ্যে সবচেয়ে বড় পার্বণ হলো দুর্গাপূজা।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Bc0QvC-rA-w
সাধারণত রথের দিন থেকেই আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের অপেক্ষা শুরু হয় বাংলা নানা প্রান্তে তাই এই পুজোর জন্য সারাটা বছর ধরে দিন গুনতে থাকেন প্রায় প্রত্যেকটি বাঙালি ।
বিজ্ঞাপন
জেলার বিভিন্ন প্রান্তিক কিংবা ছোট বড় বিভিন্ন পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু করা হয়েছে কলিকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর নিউ স্টার ক্লাবের খুঁটি পূজার আয়োজন করা হয়। খুঁটি পুজোকে সামনে রেখে রক্তদান শিবির জানা যায় রক্তদান শিবিরের প্রায় ১৬৫ জন রক্ত দিলেন।
তবে খুঁটি পুজোর ধারণা এসেছে শত বছরের পুরনো রীতি থেকে। আগে আগের পুজো মানেই বুনিয়াদি বাড়ির পুজো তখনকার দিনে পুজো এখনকার পাড়ার পুজোর মত ছিল না না ছিল পুজোর কোন থিম না ছিল দেবীকে বিভিন্নভাবে সাজানোর প্রতিযোগিতা। রথযাত্রা দিন থেকে বিভিন্ন ঠাকুরবাড়ির দালান গুলিতে প্রতিমার কাঠামো পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার প্রস্তুতি
খুঁটি পুজোর সাথে সাথে পাশাপাশি এদের সামাজিক কাজকর্ম হিসেবে একটি রক্তদান শিবির ও আয়োজন করা হয় ক্লাবের সদস্য সদস্যরা ছাড়াও রক্তের সংকট মেটাতে বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের যোগান দিতেই খুঁটি পূজার সাথে রক্তদান শিবির আয়োজন হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী গবেষক অনির্বাণ দাস উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ বছরে ই চৈতন্যপুর নিউ স্টার ক্লাবের পূজো ১২ তম বর্ষে পদার্পণ করল এ বছরের থিম এখনো গোপন রাখা হয়েছে। প্রত্যেকটি বছরে নিউ স্টার ক্লাব নিত্য নতুন থিমে মানুষের মন জয় করে জানালেন ক্লাবের সম্পাদক গৌতম হাজরা
No comments