দীঘা শংকরপুর ফিশিং হারবারে চলছে কর্ম বিরতি
দীঘা শংকরপুর ফিসিং হারবারে দীর্ঘ ৩০ জন অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার এর আগে তারা ২৭ দিন কর্ম বিরতি পালন করেছিলেন।তখন তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৬ মাসের বেতন দিয়ে দে…
দীঘা শংকরপুর ফিশিং হারবারে চলছে কর্ম বিরতি
দীঘা শংকরপুর ফিসিং হারবারে দীর্ঘ ৩০ জন অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার এর আগে তারা ২৭ দিন কর্ম বিরতি পালন করেছিলেন।
তখন তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৬ মাসের বেতন দিয়ে দেয়া হবে কিন্তু এখনো পর্যন্ত ১১ মাসের বেতন বাকি রয়েছে তাই আজ আধিকারিকদের অফিসে তালা লাগিয়ে শংকরপুর ফিসিং হারবারে অবস্থান-বিক্ষোভের বসলেন কর্মীরা। এই মুহূর্তে অফিসে ঢুকতে না পেরে কার্য তোর বাইরে অপেক্ষা করতে থাকতে হলো এবং কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল ফিশিংভাবে আধিকারিক অরিন্দম সেনগুপ্ত কে। করলে তিনি কোন প্রশ্নের উত্তর দিতে চাননি, এটা অফিসারী পার্সোনাল ম্যাটার্ন বলে এই ব্যাপারটি সম্পূর্ণ এড়িয়ে গেলেন।
No comments