আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যেগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দীঘাতে বিনোদনমূলক ভ্রমণ ও রাখি বন্ধন উৎসব
আজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুরের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দীঘাতে অনুষ্ঠিত হলো বিনোদনম…
আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যেগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দীঘাতে বিনোদনমূলক ভ্রমণ ও রাখি বন্ধন উৎসব
আজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুরের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দীঘাতে অনুষ্ঠিত হলো বিনোদনমূলক ভ্রমণ ও রাখি বন্ধন উৎসব। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি পরিচালিত স্নেহনীড় হোম এর 30 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই অনুষ্ঠান পরিচালিত হয়। দীঘা বিশ্ববাংলা গেটের সম্মুখে একটি বিশেষ মঞ্চে এই শিশুদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও উপস্থিত আধিকারিক ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্যদের হাতে রাখি বেঁধে দেন। উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুরের সচিব শ্রী সমরেশ বেরা, দীঘা মোহনা কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রীমতি মৌসুমী সর্দার, কাঁথি ফরেস্ট রেঞ্জ অফিসার শমিক সাহা, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত ও অন্যান্যরা। তারপর বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ম্যাজিক শো। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এবং তারপর যোগা প্রদর্শনী ও সাইন্সসিটি ঘুরিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দেওয়া হয়।
No comments