খবরের জেরে কুকড়াহাটি - ডায়মণ্ডহারবার ফেরি সার্ভিসের যাত্রীভাড়া বাড়ছে নাবিজ্ঞাপন
হুগলি নদীর ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরি সার্ভিসের যাত্রীভাড়া বাড়ছে না। তা আগের মতোই থাকছে। ১ সেপ্টেম্বর থেকে এই ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছি…
খবরের জেরে কুকড়াহাটি - ডায়মণ্ডহারবার ফেরি সার্ভিসের যাত্রীভাড়া বাড়ছে না
বিজ্ঞাপন
হুগলি নদীর ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরি সার্ভিসের যাত্রীভাড়া বাড়ছে না। তা আগের মতোই থাকছে। ১ সেপ্টেম্বর থেকে এই ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছিল ডায়মন্ডহারবার পুরসভা। তার আগে বুধবার ডায়মন্ডহারবার পুরসভার চেয়ারম্যান প্ৰণৰ দাস নতুন ভাড়া স্থগিতের এই কথা জানিয়েছেন।
হলদিয়া নিউজ খবর করেছিল যাত্রী ভাড়া বিষয় নিয়ে পুনঃ বিবেচনা করার জন্য আবেদন করেছিলেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী। অবশেষে ডায়মন্ডহারবার পৌরসভা সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে যাত্রী ভাড়া বাড়ছে না যাত্রী ভাড়া অপরিবর্তিতই থাকছে।
হলদিয়া নিউজ মধ্য দিয়ে বিএমএস রাজ্য সহ-সভাপতি পক্ষ থেকে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
হুগলি নদীর ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরি সার্ভিস, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। ডায়মন্ডহারবার পরসভা পরিচালিত এই ফেরি সার্ভিস। নতুন ঘোষণা অনুযায়ী, ২ টাকা থেকে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত নতুন ভাড়া বৃদ্ধির কথা ছিল। এক বছরের মাথায় পুনরায় ভাড়া বৃদ্ধি মেনে নিতে পারছিলেন না যাত্রীরা। ফলে ক্ষোভ বাড়ছিল। ২০২২ সালের ১ জুলাই এই ফেরি সার্ভিসের ভাড়া বাড়ানো হয়েছিল। আর বছর ঘুরতেই ২০২৩ সালের আগস্টে ভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু হয়।
ডায়মন্ডহারবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলর্স ১০ আগস্ট মিটিং করে এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সাধারণ যাত্রী টিকিট ছিল ২০ টাকা। তা বেড়ে হয়েছিল ২৫ টাকা। টিকিটবিহীন যাত্রীর ‘ফাইন’ বা জরিমানা ছিল ৫০ টাকা। তা বেড়ে হয়েছিল ৬০ টাকা।
বড় জিনিস নিয়ে যেতে গেলে টিকিটের দাম ছিল ৩০ টাকা। তা ক হয়েছিল ৩৫ টাকা। মাঝারি মাপের জিনিস নিয়ে যেতে হলে টিকিটের দামাত ছিল ২৫ টাকা। তার দাম হয়েছিল ২৮ টাকা। ছোট আয়তনের জিনিস নিতে হলে টিকিটের মূল্য ছিল ১০) টাকা। সেটি বেড়ে হয়েছিল ১২ টাকা। এমন ভাড়া বৃদ্ধির কথা চাউর হওয়া মাত্রই ক্ষোভ বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। ডায়মন্ডহারবার পুরপভায় অ যাত্রীদের তরফে লিখিত প্রতিবাদ জানানো হয়। আইএনটিটিইউসি) পরিচালিত ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি জলপথ কর্মচারী ইউনিয়নের সভাপতি সেক আব্দুল হামিদ জানান, “ঠিক এক বছর আগে এই ফেরি সার্ভিসে ভাড়া বেড়েছে। বছর ঘুরতেই ফের ভাড়া বাড়ানোর প্রতিবাদ করেছি আমরা। যার ফলে ডায়মন্ডহারবার পুরসভা কর্তৃপক্ষ পিছু হঠতে বাধ্য হয়েছে।” ডায়মন্ডহারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস জানান, “তেলের দামবৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু যাত্রীদের কথা ভেবে এখন আপাতত তা স্থগিত রাখা হচ্ছে।” জানা গিয়েছে, কুঁকড়াহাটি থেকে ডায়মন্ডহারবার পর্যন্ত জলপথে দূরত্ব ৮ কিলোমিটার। পার হতে প্রায় ত ৫০ মিনিট সময় লাগে। ফেরি পরিচালনায় ভেসেলের সংখ্যা বাড়ানো হোক তা চাইছেন যাত্রীরা।
No comments