হাজরা মোড় মৈত্রীভূমি ৫৪ তম খুঁটি পূজার মাধ্যমে শুরু হল দুর্গা পূজার প্রস্তুতি
বাঙালির উৎসব ছাড়া থাকতে পারে না জীবন কেমন জানি অসম্পূর্ণ হয়ে থাকে উৎসব ছাড়াই তাইতো বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এর মধ্যে সবচেয়ে বড় পার্বণ হলো …
হাজরা মোড় মৈত্রীভূমি ৫৪ তম খুঁটি পূজার মাধ্যমে শুরু হল দুর্গা পূজার প্রস্তুতি
বাঙালির উৎসব ছাড়া থাকতে পারে না জীবন কেমন জানি অসম্পূর্ণ হয়ে থাকে উৎসব ছাড়াই তাইতো বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এর মধ্যে সবচেয়ে বড় পার্বণ হলো দুর্গাপূজা
সাধারণত রথের দিন থেকেই আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের অপেক্ষা শুরু হয় বাংলা নানা প্রান্তে তাই এই পুজোর জন্য সারাটা বছর ধরে দিন গুনতে থাকেন প্রায় প্রত্যেকটি বাঙালি
জেলার বিভিন্ন প্রান্তিক কিংবা ছোট বড় বিভিন্ন পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু করা হয়েছে কলিকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক থানার অন্তর্গত বাসুদেবপুর সার্বজনীন দুর্গোৎসব হাজরা মোড় মৈত্রী ভূমি খুঁটি পূজার আয়োজন করা হয়
তবে খুঁটি পুজোর ধারণা এসেছে শত বছরের পুরনো রীতি থেকে। আগে আগের পুজো মানেই বুনিয়াদি বাড়ির পুজো তখনকার দিনে পুজো এখনকার পাড়ার পুজোর মত ছিল না না ছিল পুজোর কোন থিম না ছিল দেবীকে বিভিন্নভাবে সাজানোর প্রতিযোগিতা। রথযাত্রা দিন থেকে বিভিন্ন ঠাকুরবাড়ির দালান গুলিতে প্রতিমার কাঠামো পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার প্রস্তুতি
খুঁটি পুজোর সাথে সাথে সুস্থ সংস্কৃতির পক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
বাসুদেবপুর সার্বজনীন দুর্গোৎসব হাজরা মো ড় মৈত্রী ভূমি সম্পাদক আশিস হাজরা বলেন এ বছরের পূজোর থিম নতুনত্ব থাকবে যা দর্শকদের আকর্ষণীয় করে তুলবে।
No comments