শ্রীধর পুর ৫৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভাগুয়াবেরিয়া অঞ্চল,শ্রীধরপুর ৫৭ নং বুথে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী প্রচারে ও পথ সভাতে উপস্থিত ছিলেন-আনোয়ার পাশা সাহেব সেখ মহম্মদ আরিফ হোসেন সহ আরও অন্যান্য নেত…
শ্রীধর পুর ৫৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভা
গুয়াবেরিয়া অঞ্চল,শ্রীধরপুর ৫৭ নং বুথে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী প্রচারে ও পথ সভাতে উপস্থিত ছিলেন-
আনোয়ার পাশা সাহেব সেখ মহম্মদ আরিফ হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ ।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ২৫ নম্বর আসনের প্রার্থী শিক্ষক অভিষেক দাস।পঞ্চায়েত সমিতিতে কনিকা বাড়ই দাস গ্রাম পঞ্চায়েত মুক্তারুন নেসা মফিদা_বিবি কে জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আপন জেনারেল উপস্থিত নেতৃত্ববৃন্দ।
No comments