রেল ক্রসিংয়ের গেট ভেঙে বিপত্তি যান চলাচল বন্ধ এক ঘন্টানন্দকুমার ব্লক হলদিয়া মেছেদা রাজ্যের সড়কের তালপুকুর রেল ক্রসিং এর গেট হঠাৎ মচকে যায়। রেল ক্রসিং পড়লেই মানুষ বিরক্ত হয়ুধারে দাঁড়িয়ে যায় বহু গাড়ি আর রেল ক্রসিং এর উঠতে…
রেল ক্রসিংয়ের গেট ভেঙে বিপত্তি যান চলাচল বন্ধ এক ঘন্টা
নন্দকুমার ব্লক হলদিয়া মেছেদা রাজ্যের সড়কের তালপুকুর রেল ক্রসিং এর গেট হঠাৎ মচকে যায়। রেল ক্রসিং পড়লেই মানুষ বিরক্ত হয়ুধারে দাঁড়িয়ে যায় বহু গাড়ি আর রেল ক্রসিং এর উঠতে না উঠতেই বহু মানুষ পিপড়ের মত স্রোতে ভেসে যায়। কখন কি ঘটনা ঘটবে কেউই জানে না এমনই ঘটনা ঘটলো নন্দকুমার ব্লকে তালপুকুর রেল ক্রসিং এ হঠাৎ রেল গেটে মচকে গিয়ে আটকে যায়। প্রায় এক ঘন্টা বন্ধ হয়ে যায় যান চলাচল । নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়ে। রেল পুলিশের আধিকারিক রা ছুটে আছে টেকনিশিয়ান নিয়ে। রেলের গেট রিপেয়ারিং করে প্রায় এক ঘন্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক হয় । মানুষকে সচেতন হতে হবে রেল ক্রসিংয়ের গেট সম্পূর্ণ না ওঠা পর্যন্ত কখনোই স্রোতে ভেসে যাওয়া যাবে না । যদি রেলগেট ভেঙে পড়ে বহু মানুষ আহত হবেন।
No comments