এসইউসি'র ডাকে ব্রিগেড সমাবেশের প্রস্তুতিতে জোরকদমে চলছে জেলা জুড়ে প্রচার অভিযান
আগামী ৫ ই আগষ্ট ভারতবর্ষের আপোষহীন ধারার বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী ও এস ইউ সি দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষের সমাপ্তি দিবস উপলক্ষে …
এসইউসি'র ডাকে ব্রিগেড সমাবেশের প্রস্তুতিতে জোরকদমে চলছে জেলা জুড়ে প্রচার অভিযান
আগামী ৫ ই আগষ্ট ভারতবর্ষের আপোষহীন ধারার বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী ও এস ইউ সি দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষের সমাপ্তি দিবস উপলক্ষে ব্রিগেডে লাখো মানুষের এক মহতী সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন,দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। এছাড়াও ২৬ টি বিভিন্ন রাজ্য থেকে দলের নেতা- কর্মীরাও উপস্থিত হবেন ওই সভায়।
ওই কর্মসূচির প্রস্তুতিতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া-কোলাঘাট- ভোগপুর-মেচেদা-তমলুক-কাঁথি-এগরা-হলদিয়া প্রভৃতি স্থানে জোরকদমে চলছে দেওয়াল লিখন,পথসভা,গ্রাম বৈঠক, বুকস্টল,ট্যাবলো সহ নানাভাবে প্রচার অভিযানের কাজ।
দলের জেলা কমিটির পক্ষে অশোকতরু প্রধান ও প্রনব মাইতি জানান, উক্ত কর্মসূচিতে জেলা থেকে ৫০ টিরও বেশি বাস ও ট্রেনে করে ওইদিন প্রায় দশ হাজার পার্টি কর্মী-সমর্থক-দরদী-শুভানুধ্যায়ী মানুষজনেরা যাবেন।
দলের জেলা কমিটির মুখপাত্র নারায়ন চন্দ্র নায়ক বলেন, শিবদাস ঘোষ এর জন্ম অবিভক্ত বাংলায়(অধুনা বাংলাদেশে)। জন্মগ্রহণ করেছিলেন ১৯২৩ সালের ৫ আগষ্ট। ১৯৪২ সালে ভারতছাড়ো আন্দোলনে শিবদাস ঘোষ সক্রিয় ভূমিকার কারণে কিশোর বয়সেই কারারুদ্ধ হন। এরপর তিনি ওই বয়সেই স্বাধীনতা আন্দোলনের গতি-প্রকৃতি গভীরভাবে অনুধাবন করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হন, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হলেও গরিব মেহনতি মানুষের সর্বাত্মক শোষণ থেকে মুক্তির জন্য আরো একটি বিপ্লবাত্মক পরিবর্তন দরকার। এজন্য যথার্থ একটি কমিউনিস্ট পার্টি গঠন করা প্রয়োজন। যদিও সেই সময় সি পি আই নামে একটি কমিউনিস্ট পার্টি ছিল। ওনার বিচারে দলটি ছিল মেকি বামপন্থী পার্টি। যা বর্তমানে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে শিবদাস ঘোষ ১৯৪৮ সালের ২৪ এপ্রিল এসইউসিআই (কমিউনিস্ট)দল কে প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৭৫ সালের ৫ আগস্ট উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
No comments