হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল পরিদর্শনে এলেন বেঙ্গল অলিম্পিক ও বেঙ্গল হকি অ্যসোসিয়েশান এর জয়েন্ট সেক্রেটারি প্রাক্তন হকি তারকা - সুরভী মিত্র
আজ ঝটিকা সফরে হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল পরিদর্শনে এলেন বেঙ্গল অলিম্পিক অ্যসোসিয়েশা…
হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল পরিদর্শনে এলেন বেঙ্গল অলিম্পিক ও বেঙ্গল হকি অ্যসোসিয়েশান এর জয়েন্ট সেক্রেটারি প্রাক্তন হকি তারকা - সুরভী মিত্র
আজ ঝটিকা সফরে হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল পরিদর্শনে এলেন বেঙ্গল অলিম্পিক অ্যসোসিয়েশান ও বেঙ্গল হকি অ্যসোসিয়েশান এর জয়েন্ট সেক্রেটারি তথা প্রাক্তন হকি তারকা সুরভী মিত্র। সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যসোসিয়েশান এর সম্পাদক বিপ্লব চক্রবর্তী।
এবছর '6th PEFI NATIONAL AWARDS -2023'পেয়েছে এই স্কুল। স্কুলের ক্রীড়া প্রশিক্ষণের আধুনিক সুযোগ সুবিধা, রাজ্যস্তর ও জাতীয় স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের সাফল্য, ক্রীড়া শিক্ষকদের দক্ষতা প্রভৃতি বিচার করে PHYSICAL EDUCATION FOUNDATION OF INDIA (National Sports Pramotion Organisation) ভারতের সেরা যে দুটি স্কুলকে এই সম্মান প্রদান করেছেন তার মধ্যে একটি হচ্ছে হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল। এখানে ১৬ টি খেলার প্রশিক্ষন হয়, কিন্তু হকি খেলার প্রশিক্ষন হয় না।যাতে করে এখানে হকি খেলার প্রশিক্ষন শুরু হয় সে কারণে তাঁর এই সফর। স্কুলের প্রিন্সিপাল নিতীশ প্রসাদ দত্ত,ক্রীড়া শিক্ষক ত্রিদিব হাজারা প্রমুখের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। স্কুলের পরিকাঠামো দেখে তিনি খুশী। সুরভী মিত্র বলেন স্কুল যদি হকি খেলার প্রশিক্ষন শুরু করতে চায় তাহলে তিনি সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
No comments