Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নজর করা জয়

হলদিয়া পঞ্চায়েত সমিতির নজর করা জয়  হলদিয়া পঞ্চায়েত সমিতি ১২টি আসনের মধ্যে বাড় উত্তর হিংলি তিনজন বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন উষা জানা বর্মন, স্বর্ণলতা দে, চন্দন সামন্ত। দেউলপোতা অঞ্চলে তিনজনের মধ্যে বিজেপি দুই জন।  হরিহর চ…

 




হলদিয়া পঞ্চায়েত সমিতির নজর করা জয় 

 হলদিয়া পঞ্চায়েত সমিতি ১২টি আসনের মধ্যে বাড় উত্তর হিংলি তিনজন বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন উষা জানা বর্মন, স্বর্ণলতা দে, চন্দন সামন্ত। দেউলপোতা অঞ্চলে তিনজনের মধ্যে বিজেপি দুই জন।  হরিহর চক্রবর্তী প্রতিমা সদ্দার বিজেপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন একজন তৃণমূল কংগ্রেস মৌমিতা ঘোড়াই। দেভোগ পঞ্চায়েত সমিতির তিনজন প্রার্থী শম্ভু সাহু, সান্তনা বেরা, গোকুল মন্ডল । চক দ্বীপা  অঞ্চলে তিনজন পঞ্চায়েত সমিতির শামীম আক্তার ভবানী জানা শ্রীকান্ত মাইতি তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এরা প্রত্যেকেই জয় লাভ করেছেন। পঞ্চায়েত সমিতির নজর করা যারা হেরে গেলেন বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা সহ-সভাপতি সাইফুল ইসলাম।

এছাড়া দেউলপোতা গ্রাম পঞ্চায়েতে প্রায় সাতবার জয়লাভ করেছিলেন একটানা তিনি এবারে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হলেন রামপদ জানা।

পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা, পরাজিত হয়েছেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিজেপি প্রার্থী চন্দন সামন্তের কাছে। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীর কাছে।গ্রামের সরকার গঠনের প্রায় নির্বাচনের ফলাফল শেষ হলো কিন্তু বর্তমান পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের মেয়াদ রয়েছেন সেপ্টেম্বর পর্যন্ত। জয়লাভ করার পরেও গ্রামের সরকার গঠনে প্রায় দু মাস সময় লাগবে তাদের কার্যকারিতা শুরু করতে। তাহলে কি এই সময়ের মধ্যে প্রার্থী কেনাবেচা হবে? সেদিকেও প্রশ্ন রয়ে গেল।।

No comments