যখন বক্তা একজন বাকিরা শ্রোতা ভবানীপুর থানার সামনে রাধা কৃষ্ণ মন্দির বৃন্দাবন ধাম নামে পরিচিত ২০১৭ সালে ৭ই সেপ্টেম্বর সন্ধ্যা আটটায় বৃহস্পতিবার অর্থাৎ পূর্ণিমার পরের দিনই এই আসর শুরু হয়েছে ঐক্যতান মাসে একবার করে সেই সভা হয়। রাত…
যখন বক্তা একজন বাকিরা শ্রোতা
ভবানীপুর থানার সামনে রাধা কৃষ্ণ মন্দির বৃন্দাবন ধাম নামে পরিচিত ২০১৭ সালে ৭ই সেপ্টেম্বর সন্ধ্যা আটটায় বৃহস্পতিবার অর্থাৎ পূর্ণিমার পরের দিনই এই আসর শুরু হয়েছে ঐক্যতান মাসে একবার করে সেই সভা হয়। রাত্রি আটটা থেকে শুরু হয় সেই সভা।
No comments