হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় দলীয় সভায় সুজন চক্রবর্তী
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গ্রামীণ এলাকার বড়বাড়িতে দলীয় প্রচারে অংশ নিয়ে এক সভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপাল উত্তরবঙ্গ থেকে ফিরে বাসন্তী যাচ্ছে…
হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় দলীয় সভায় সুজন চক্রবর্তী
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গ্রামীণ এলাকার বড়বাড়িতে দলীয় প্রচারে অংশ নিয়ে এক সভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপাল উত্তরবঙ্গ থেকে ফিরে বাসন্তী যাচ্ছেন। তিনি যেন, শুধু বিজেপির আহত বা নিহতদের বাড়িতেই না-যান। তাহলে মানুষের কাছে তাঁর বিভিন্ন স্থানে যাওয়া নিয়ে ভুল বার্তা পৌঁছাবে।
সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই দুষ্কৃতীদের শাসন চলছে। ব্যারাকপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন স্থানে বোমা-গুলির লড়াই চলছে। ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের দুই উপাচার্য সম্পর্কে রাজ্যপালের তদন্তের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, নবান্ন ও রাজভবনের মধ্যে দাপটের ফলে বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকার যেন বিঘ্নিত না হয়, তার দিকে নজর রাখতে হবে।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীদের সমর্থনে জোর কদমে প্রচার চালানো হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সকলেই প্রচার চালিয়ে যাচ্ছেন।
No comments