Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীগুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তীব্র শ্বাসকষ্টের জন্য শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সূত্র…

 
শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তীব্র শ্বাসকষ্টের জন্য শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সূত্রের খবর, সেই সময় তাঁর রক্তে অক্সিজেনের পরিমাণ ৭০ শতাংশের নীচে নেমে গিয়েছিল। বুদ্ধদেববাবু আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। নার্সিংহোমের পাঁচতলায় আইসিইউ পরিকাঠামোর ৫১৬ নম্বর সিঙ্গল কেবিনে ভর্তি করানো হয় তাঁকে। কিছুক্ষণের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা এসে পৌঁছন। দ্রুত  চিকিৎসায় রাতেই তাঁর রক্তে অক্সিজেনের পরিমাণ বেড়ে ৯৩ শতাংশ হয়। সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থার দিকে নজর রাখতে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। সেখানে মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, চেস্ট মেডিসিন, কার্ডিওলজি সহ বিভিন্ন শাখার বিশিষ্ট চিকিৎসকরা আছেন। 

নার্সিংহোমের ক্রিটিক্যাল কেয়ারের প্রধান ডাঃ সৌতিক পণ্ডা বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুই ফুসফুসেই নিউমোনিয়া হয়েছে। আমরা একে বলি বাইল্যাটেরাল নিউমনিয়া। রেসপিরেটরি ফেলিওর-এ আক্রান্ত হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ ঩বিভিন্ন ওষুধ চলছে। একাধিক রোগ ও রক্তপরীক্ষা করা হয়েছে। সবগুলির রিপোর্ট আসেনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর গুরুতর অসুস্থতার খবর পেয়ে দফায় দফায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে নার্সিংহোমে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন যাবৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)-তে আক্রান্ত। গত চার-পাঁচ বছরে তাঁর শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে। তাঁর বয়স এখন ৭৯ বছর। তাঁর বাড়িতে গিয়ে নিয়মিত তাঁকে দেখে যান চিকিৎসকরা। গত দু’দিন যাবৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন তাঁরা। সিওপিডির পাশাপাশি বুদ্ধদেববাবুর হাইপারটেনশন এবং একাধিক কোমরবিডিটির মোকাবিলা করাই আপাতত চিকিৎসকদের অন্যতম চ্যালেঞ্জ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিউমোনিয়ার সংক্রমণ কমিয়ে আনা।

No comments