"দুদিনের লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ"
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Ceg42vVZtr8
রাজ্যে প্রথম হলদিয়ায় শুরু হয়েছে "দুদিনের লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ"কান, গলা ও মুখমণ্ডলের শল্য চিকিৎসকদের সংগঠন অ্যাসোসি…
"দুদিনের লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ"
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Ceg42vVZtr8
রাজ্যে প্রথম হলদিয়ায় শুরু হয়েছে "দুদিনের লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ"
কান, গলা ও মুখমণ্ডলের শল্য চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ওটোল্যারিঙ্গোলোজিস্টস ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে শনিবার ১৫ ই জুলাই থেকে হলদিয়ায় শুরু হয়েছে দু'দিনের লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ। ওই কর্মশালার মাধ্যমে মুখমণ্ডলের ক্যানসার, প্যারটিড গ্রন্থি, শিশুর গলার ফুটো এবং কানের ক্ষয়রোগ সারাতে দু'দিনে প্রায় ২০ঘণ্টার অপারেশন হবে। হাসপাতালের অপারেশন থিয়েটারে এই অপারেশন চলাকালীন তা কর্মশালায় আসা চিকিৎসকদের সরাসরি দেখানো হবে। রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালের দক্ষ চিকিৎসকরা কীভাবে এই অপারেশন করছেন তা লাইভ দেখানোর পাশাপাশি আলোচনাও হবে। সারা রাজ্যের প্রায় শতাধিক কান ও গলার শল্য চিকিৎসক কর্মশালায় অংশ নিয়েছেন। সংগঠনের সভাপতি মানস গুহ, সম্পাদক স্নেহাশিস বর্মন এবং অন্যতম কর্মকর্তা বিধান রায় বলেন, কলকাতার বাইরে রাজ্য এই প্রথম কোনও শহরে এধরনের লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ হচ্ছে।
এবার হলদিয়া মেডিকেল কলেজ ও বিসি রায় হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। এরপর দুর্গাপুর ও শিলিগুড়িতে এই কর্মশালা করা হবে সংগঠনের উদ্যোগে। বিভিন্ন মহকুমা ও মফস্বল এলাকার হাসপাতালে অনেক দক্ষ চিকিৎসক রয়েছেন তাঁদের কাছে নিজেদের মেলে ধরার জন্য এই প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এরফলে জটিল অপারেশনের পদ্ধতিগুলি আরও ছড়িয়ে পড়বে। কম খরচে চিকিৎসার সুযোগ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। হলদিয়ায় বিসি রায় হাসপাতালে বিনা খরচে ১৫জনের জটিল অপারেশন হবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার রোগিরা এখানে এসেছেন।
No comments