পঞ্চায়েত ভোটের জয়ী হয়েও নিস্তার নেই
গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সমাপ্ত হয়েছে ৮ ই জুলাই ১১ জুলাই তার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে প্রত্যেক রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে বোর্ড গঠন করার জন্য।নির্বাচনের ফলাফল এখন হাইকোর্ট পর্যন্ত…
পঞ্চায়েত ভোটের জয়ী হয়েও নিস্তার নেই
গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সমাপ্ত হয়েছে ৮ ই জুলাই ১১ জুলাই তার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে প্রত্যেক রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে বোর্ড গঠন করার জন্য।
নির্বাচনের ফলাফল এখন হাইকোর্ট পর্যন্ত চলে গেছে, শুনানি হবে ২০ শে জুলাই থেকে। আগামী সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত পঞ্চায়েতের মেয়াদ রয়েছে হয়তো আগস্ট মাসে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু দীর্ঘ এই সময় নির্বাচিত সদস্যদের কে কার পক্ষে আনতে পারবে কে দল গঠন করবে সে নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
শাসকদলের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি এখন কে হবে? সে নিয়ে নিজেদের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। যেখানে নির্দল প্রার্থীর জয়লাভ করেছেন তাদেরকে আবার বিশেষ অফার দেওয়া হচ্ছে ? তাদেরকে পক্ষে আনার জন্য সব রকমের অফার চলছে। দলীয় প্রার্থীদের উপর ভরসা নেই ভোটে জিতলেও তাদের সার্টিফিকেট দেওয়া হয়নি রয়েছে দলের কর্মকর্তার কাছে। ভোটে জিতলেও নিস্তার নেই চাপা উত্তেজনার মধ্যে কাটাতে হচ্ছে দলীয় নেতৃত্বদের।
হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছেন তার ৮৯ টি আসন এবং পঞ্চায়েত সমিতির ১২টি আসন জেলা পরিষদের ২টি আসন রয়েছে। বাড়উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েতে দখল করেছে বিজেপি, মোট আসন ২৯ তার মধ্যে ১৯ টি পেয়েছে বিরোধী দল বিজেপি, ২টি আইএসএফ এবং শাসক দল পেয়েছে ৭ টি। পঞ্চায়েত সমিতির মধ্যে শাসক দল তৃণমূল পেয়েছে ৭ বিরোধীদল বিজেপি পেয়েছে ৫ শাসকদলের পক্ষে বোর্ড গঠন হবে কিন্তু কে সভাপতি হবে সে নিয়েও এখন জোর চর্চা শুরু হয়েছে । শাসক দলের বোর্ড গঠন হলে কর্মাধক্ষ্য কাদেরকে করা হবে কি দপ্তর কার ভাগ্যে পড়বে, যাইহোক না কেন বেশ কিছু কর্মাধক্ষ্যের দপ্তর বিরোধীদের দেওয়ার লোভ দেখানো হচ্ছে। কে কোন দপ্তর পাবে তার আগেই পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য দলের পক্ষে আনার চেষ্টা চলছে। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি যশোরাজ ব্রহ্মচারী বলেন আমাদের দলের কর্মীদের কেউ ভাঙাতে পারবে না। আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি এবং কর্মাধ্যক্ষ নির্বাচিত হবে। ভারতীয় জনতা পার্টি নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহসভাপতি চন্দন সামন্ত বলেন আমাদের দুটি পঞ্চায়েত রয়েছে গ্রামের উন্নয়ন অগ্রাধিকার দেব। যাতে কোন রকমের দুর্নীতি না হয় আমরা দেখব এবং কম বেশি আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটি পঞ্চায়েতে রয়েছেন সেখানে আমরা নজর রাখবো।
No comments