Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কার দখলে গ্রামের সরকার

কার দখলে গ্রামের সরকার
টানটান উত্তেজনা রাত কাটলেই  গ্রামের সরকার গঠনের ফলাফল । শিল্পশহর হলদিয়া পৌরসভা রয়েছে সেই বিধানসভার লাগুয়া দুটি পঞ্চায়েত সমিতি রয়েছে দুটি পঞ্চায়েত সমিতির ফলাফল ভালো হলেই পৌরসভা নির্বাচনে ঘন্টা বাজাবে নি…

 



কার দখলে গ্রামের সরকার


টানটান উত্তেজনা রাত কাটলেই  গ্রামের সরকার গঠনের ফলাফল । শিল্পশহর হলদিয়া পৌরসভা রয়েছে সেই বিধানসভার লাগুয়া দুটি পঞ্চায়েত সমিতি রয়েছে দুটি পঞ্চায়েত সমিতির ফলাফল ভালো হলেই পৌরসভা নির্বাচনে ঘন্টা বাজাবে নির্বাচন কমিশনার।

 সারা রাজ্যজুড়ে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ১৯ জন বলি হয়েছেন রক্তাক্ত হয়েছেন  প্রায় প্রতিটি জেলা।

শাসক বিরোধী দলের চাপান উত্তর ফলে পুনরায় নির্বাচন হল ৫১টি বুথে।  ১১ ই জুলাই সকাল থেকে শুরু হবে ভোট গণনা। শাসকবিরোধী এবং সহযোগী আইএসএফ ইউ এস এফ, নির্দল এক ইঞ্চি মাটি  ছাড়তে রাজি নয়।  স্ট্রংরুম পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী।  হলদিয়া এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় স্ট্রং রুম দুটি জায়গাতেই পাহারা দিচ্ছেন গ্রামের নওজোয়ান যুবকরা।  ভোটগ্রহণের পরেই বেশ কয়েকটি জায়গায় জেলার মধ্যে বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল । স্ট্রংরুমের বাক্স পরিবর্তন করা আর তারই ফলেই কোথাও রাজপথে চলেছে আগুন কোথাও গাড়ি পোড়ানো হয়েছে। সব মিলিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচন ইতিহাস হয়ে রইল।

 কার হাতে থাকবে গ্রাম, আগামী দিনে কাদের নেতৃত্বে রাজ্য সরকার গড়বে। ১৯৭৭ জ্যোতি বসু নেতৃত্বে বামফ্রন্ট সরকারে এসে ১৯৭৮ সালে গ্রামের সরকারের উন্নয়ন করা দরকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নির্বাচন। প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়।

কিন্তু এবারের নির্বাচন সম্পূর্ণ আলাদা। গ্রাম পঞ্চায়েত নির্বাচন হতো সেই বুথে। ভোট গণনা হতো রাত্রি বারোটা একটা পর্যন্ত ভোট  গ্রহণ করা এবং তারপরেই সেই রাতেই ভোট গণনা ।কিন্তু এবারের সম্পূর্ণ আলাদা সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ রাত্রি পর্যন্ত গভীর রাত্রি পর্যন্ত নেওয়া হয়েছে ভোট গ্রহণ। এবং তারপরেই ব্যালট বাক্সে স্ট্রং রুমে এবং দুদিন পরে হবে ভোট গণনা সেদিনের ভোট গণনা আর বর্তমানে ভোট গণনা ২ এর পার্থক্য অনেক।

No comments