Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলেও নৈতিক জয় আমাদের- হারাধন

দুটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলেও নৈতিক জয় আমাদের- হারাধনগানের সরকার গঠনের রায় কার দিকে আজকে তা পরিষ্কার হয়ে গেল হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েতে সকাল থেকেই ভোট গণনা শুরু হয় স্থানীয় চকদ্বীপা হাই স্কুলে…

 


দুটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলেও নৈতিক জয় আমাদের- হারাধন

গানের সরকার গঠনের রায় কার দিকে আজকে তা পরিষ্কার হয়ে গেল হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েতে সকাল থেকেই ভোট গণনা শুরু হয় স্থানীয় চকদ্বীপা হাই স্কুলে। হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েতে মোট আসন গ্রাম পঞ্চায়েতে ৮৯ টি। ফলাফলে দেখা যায় বাড় উত্তর হিংলী এবং দেউলপোতা এই অঞ্চল দুটি বিজেপির দখলে গেছে। 

এবং চকদ্বীপা অঞ্চল ও দেভোগ অঞ্চল শাসক দল তৃণমূলের দখলেই রেখেছে ২০১৮ সালে নির্বাচনে এই চারটি অঞ্চল শাসক দল তৃণমূলের দখলেই ছিল।  

 হলদিয়া ব্লক আইএনটি টিইউসি সভাপতি হারাধন বোয়াল  বলেন বিভিন্ন অশুভ শক্তি রাম বাম এবং ডান যৌথভাবে একত্রিত লড়েছিল বলেই আমাদের ভোট কেটেছে। কিন্তু নৈতিক জয় আমরা পেয়েছি হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আমাদের প্রার্থীরাই জিতবে । জয়ের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

No comments