নানুর শহীদ দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিনানুর শহীদ দিবস উপলক্ষে রক্তদান শিবির এবং চারা গাছ বিতরণ।শহীদের পাতা থেকে নানুর শহীদ দিবস উপলক্ষে আত্মমহর্ষ থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায…
নানুর শহীদ দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি
নানুর শহীদ দিবস উপলক্ষে রক্তদান শিবির এবং চারা গাছ বিতরণ।
শহীদের পাতা থেকে নানুর শহীদ দিবস উপলক্ষে আত্মমহর্ষ থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির চারা গাছ বিতরণ শিবিরের উদ্বোধন করবেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী থাকবেন কারা মন্ত্রী অখিল গিরি রাজ্য সভাপতি intuc ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেস সভাপতি ডঃ সৌমেন কুমার মহাপাত্র এইচডি এ এর চেয়ারম্যান জ্যোতির্ময়কর পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি। মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী ছাড়াও হলদিয়া পৌরসভা এবং পূর্ব মেদিনীপুর বিভিন্ন ঘন সংগঠনের নেতৃত্বরা উপস্থিত থাকবেন জানালেন নানুর শহীদ দিবসের উদ্যোক্তা আজিজুর রহমান।
No comments