তমলুকে তৃণমূল নেতার উপর হামলা
রবিবার সন্ধ্যায় তমলুক ব্লকের নাইকুড়িতে স্ট্রংরুমের সামনে শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়ার উপর হামলা চালাল বিজেপি ও সিপিএমের লোকজন। তাঁর মাথা ফেটে গিয়েছে। তাঁর বাইক পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনা…
তমলুকে তৃণমূল নেতার উপর হামলা
রবিবার সন্ধ্যায় তমলুক ব্লকের নাইকুড়িতে স্ট্রংরুমের সামনে শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়ার উপর হামলা চালাল বিজেপি ও সিপিএমের লোকজন। তাঁর মাথা ফেটে গিয়েছে। তাঁর বাইক পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জখম ওই তৃণমূল নেতাকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন নাইকুড়িতে দলের ব্লক কার্যালয়ে ব্লক নেতাদের নিয়ে মিটিংয়ে বসেছিলেন চঞ্চলবাবু।
গত ৮ জুন ওই ব্লকের দলের প্রভাবশালী নেতা সোমনাথ বেরা গ্রেপ্তার হয়েছেন। তারপর ভোটের জন্য পার্টির পক্ষ থেকে তমলুক ব্লকে চঞ্চল খাঁড়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গণনার প্রস্তুতি নিয়ে এদিন ব্লক ও অঞ্চল কমিটির নেতাদের নিয়ে মিটিং ছিল। সেই মিটিং শেষে ফেরার সময় হামলা চালানো হয়।
স্ট্রংরুমে কারচুপি করার উদ্দেশ্য নিয়ে মিটিং হয়েছে বলে গুজব ছড়িয়ে বিজেপি ও সিপিএমের লোকজন জড়ো করে হামলা চালায়। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, যারা এই হামলা চালিয়েছে মঙ্গলবার জেতার পর তাদের গলায় ফুলের মালা পরানো হবে।
No comments