Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে পুকুরে ব্যালট বক্স তমলুকে পুলিসকে তাড়া

নন্দীগ্রামে পুকুরে ব্যালট বক্স তমলুকে পুলিসকে তাড়া শনিবার বিকাল ৫টা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় ৬৮শতাংশ ভোট পড়েছে। তবে, সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে প্রচুর ভোটার কুপন হাতে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। আধা সেন…

 




নন্দীগ্রামে পুকুরে ব্যালট বক্স তমলুকে পুলিসকে তাড়া

 

 শনিবার বিকাল ৫টা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় ৬৮শতাংশ ভোট পড়েছে। তবে, সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে প্রচুর ভোটার কুপন হাতে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। আধা সেনার দাবিতে অনেক ভোটগ্রহণ কেন্দ্রে ভোটার থেকে ভোট কর্মীরা সরব ছিলেন। যেকারণে নির্ধারিত সময়ের অনেক পরে ভোট শুরু হয়। তাছাড়া, সকালে বৃষ্টির জন্য ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছাতে ভোটারদের সমস্যা হয়। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, লাইনে যত লোক আছে তাতে ভোটদানের হার ৮০শতাংশের কাছাকাছি হতে পারে।

শহিদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান প্রাইমারি স্কুলে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ তুলে বিজেপি ও সিপিএম কর্মীরা মেচেদা-হলদিয়া সড়ক অবরোধ করেন। খবর পেয়ে তমলুক থানার পুলিস সেখানে পৌঁছায়। বিরোধী দলের কর্মীরা পুলিসের কাছে ছাপ্পা ভোট বন্ধ করার আবেদন জানায়। এই অবস্থায় দু’পক্ষের তর্কাতর্কি বেধে যায়। তখন পুলিসকে তাড়া করে বিজেপি ও সিপিএমের কর্মীরা। দু’টি ভ্যানে চেপে কোনও রকমে এলাকা ছাড়ে তমলুক থানার পুলিস। 

এদিন বিকালে নন্দীগ্রাম-১ব্লকের মহম্মদপুর পঞ্চায়েতের বিনন্দপুর প্রাইমারি স্কুলে তৃণমূলের লোকজন ছাপ্পা দিচ্ছিল বলে অভিযোগ। সেসময় বিরোধীরা সঙ্ঘবদ্ধ হয়ে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সকালে বৃষ্টি উপেক্ষা করে প্রচুর ভোটার নন্দীগ্রামের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কেন্দামারি-জালপাই পঞ্চায়েতের রাজারামচক শিশুশিক্ষা কেন্দ্রের সামনে কোনও শেড ছিল না। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে ভোটাররা লাইনে দাঁড়ান। ভোটগ্রহণ কেন্দ্রের কাছেই বসেছিলেন ব্লক তৃণমূলের দাপুটে নেতা শেখ সাহাবুদ্দিন। তিনি বলেন, আমি মনে করলে এই পঞ্চায়েতে একজনও বিরোধী প্রার্থী মনোনয়ন দিতে পারতেন না। কিন্তু, আমি জনমত যাচাই করার পক্ষপাতি। তাই এই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি জায়গায় নির্বিঘ্নে ভোট হচ্ছে।

এদিন তারাচাঁদবাড়ে নিজের বুথেই ঘণ্টার পর ঘণ্টা ছিলেন জেলা পরিষদের বিদায়ী বোর্ডের সহ সভাধিপতি শেখ সুপিয়ান। তাঁর মেয়ে এবার প্রার্থী। নিজের বুথেই ব্যস্ত থাকতে দেখা গেল এই নেতাকে। তেখালি থেকে খেজুরির তেঁতুলতলা যাওয়ার পথে রাস্তা থেকে খানিকটা দূরে মাঠের মধ্যে আমড়াতলা প্রাইমারি স্কুলে ভোট চলাকালীন রাস্তার মধ্যে তৃণমূল ও বিজেপির লোকজন পরস্পর বিবাদে জড়িয়ে পড়ে। 

জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিয়েছেন। তমলুক সাংগঠনিক জেলায় আমাদের ভালো ফল হবে। সেজন্য বিজেপি ব্যালট বাক্স ছিনতাইয়ের পরিকল্পনা করছে। আমরা সর্বতোভাবে এই অপচেষ্টা রুখব।

No comments