Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েত ভোট দরজা গড়ায়, বাজার অগ্নিমুখী, গৃহস্থের হাঁড়িচড়া দায়, প্রভাব পড়বে কি পঞ্চায়েত ভোটে

পঞ্চায়েত ভোট দরজা গড়ায়, বাজার অগ্নিমুখী, গৃহস্থের হাঁড়িচড়া দায়, প্রভাব পড়বে কি পঞ্চায়েত ভোটে

বাজারে গেলেই শাকসবজি আনাজ সহ অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে।  হঠাৎ করে এই দাম বৃদ্ধি প্রভাব পড়েছ…

 



পঞ্চায়েত ভোট দরজা গড়ায়, বাজার অগ্নিমুখী, গৃহস্থের হাঁড়িচড়া দায়, প্রভাব পড়বে কি পঞ্চায়েত ভোটে



বাজারে গেলেই শাকসবজি আনাজ সহ অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে।  হঠাৎ করে এই দাম বৃদ্ধি প্রভাব পড়েছে গ্রাম বাংলার ঘরে ঘরে। আর এই দাম বৃদ্ধি ফল সামনের পঞ্চায়েত ভোটে পড়বে কিনা তা সময়ই বলবে। তবে সাধারণ মানুষ বাজার করতে এসে জানাচ্ছেন একদিকে দাম বৃদ্ধি অন্যদিকে সুষ্ঠু কর্মসংস্থানের অভাব তাদের চিন্তায় ফেলেছে। 

হঠাৎ করেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সব্জির দাম। মাত্র ১৫ দিনের ব্যবধানে ডবলেরও বেশী দাম উঠে গিয়েছে একাধিক নিত্য প্রয়োজনীয় ফসলের। কেউ বলছেন বৃষ্টির অভাবে এমন পরিস্থিতি, কারও সাফাই চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বাড়ছে। তবে হঠাৎ করে বাজারে এমন আগুন হওয়ার প্রকৃত কারণ নিয়ে কোনও যুৎসই তথ্য হাতে আসছে না। অনেক ক্ষেত্রেই আবার পাইকারী বাজারের তুলনায় খুচরোর দামে বিপুল ফারাকের অভিযোগও উঠছে নানা মহলে। কিন্তু এই দাম বৃদ্ধির ফলে মার খাচ্ছে খুচরো ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বাঙালির রান্নায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আদা গত মাস খানেক ধরে প্রায় ৩০০টাকারও বেশী দামে বিক্রী হচ্ছে, রসুনের দাম কেজি প্রতি ২৫০টাকা। কাঁচালঙ্কা ৩০০ টাকা কেজি। অন্যান্য সব্জির ক্ষেত্রেও হঠাৎ করে আকাশ ছোঁয়া দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে রীতিমতো কালঘাম ছুটছে আম জনতার। বাজারে হঠাৎ করে আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির কারণে শাক সবজির বিক্রি কমেছে বলে জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। নন্দকুমার বাজারের ব্যবসায়ীরা মনে করেন এই দাম বৃদ্ধির প্রভাব এবার পঞ্চায়েত ভোটে পড়বে। 

অন্যদিকে বাজারে এই হঠাৎ করে দাম বৃদ্ধি গৃহস্থের সংসারে হাঁড়িচড়া দায় হয়ে উঠেছে, বাজারে ক্রেতা জানালেন প্রতিটি রাজনৈতিক দল সাধারণ মানুষের কথা না ভেবেই রাজনীতি করতে ব্যস্ত আর যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। হঠাৎ করে বাজারে শাকসবজি কাঁচা আনাচে দাম বৃদ্ধির প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে। এছাড়াও বাজারে আসা বেশ কিছু ক্রেতা জানালেন এই দাম বৃদ্ধি ও সুষ্ঠু কর্মসংস্থানের অভাব সাধারণ মানুষের নাভিঃশ্বাস ওঠার জোগাড়। 

No comments