বিজয়রামপুর গ্রামে বেহাল রাস্তা(শাসকদলের প্রতিনিধি কি বললেন)ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/WDvu4yfr0MI
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে বিজয়রামপুর গ্রামে এখনো মানুষকে মাট…
বিজয়রামপুর গ্রামে বেহাল রাস্তা
(শাসকদলের প্রতিনিধি কি বললেন)
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/WDvu4yfr0MI
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে বিজয়রামপুর গ্রামে এখনো মানুষকে মাটির রাস্তা এক হাঁটু কাঁদা ঠেলে আসতে হচ্ছে। যেখানে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পে লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরি করেছেন। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে মাঝামাঝি রামচন্দ্রপুর বাস স্টপেজের একটু দূরেই সেই বিজয়রামপুর গ্রামে মানুষ এখনো মোরাম বা ঢালাই রাস্তা সাধ পেলেন না। ভোট আসে ভোট যায় এলাকার ভোটারদের আশ্বস্ত করে। আর ভোট ফুরিয়ে গেলে কাউকেই দেখতে পাওয়া যায় না।
নেতারা ভোটের সময় মুখোশ পরে থাকে আর ভোট ফুরিয়ে গেলে মুখোশ খুলে আসল মুখটা বেরিয়ে আসে। যেকোনো ভোট মানে ই খুবই মূল্যবান তারপরে গ্রাম পঞ্চায়েতের ভোট বুথ এলাকার তাদের প্রতিনিধি নির্বাচন করে। সেই নির্বাচনের সময় সকলেই আসেন এলাকার মানুষদের রাস্তা করে দেওয়া, আশ্বস্ত করেন কিন্তু বাস্তবে তার রূপায়িত হয় না।
বিজেপি হলদিয়া মন্ডল এক সভাপতি অরুন মাইতি বললেন শাসক দল লুটেপুটে খেলে রাস্তা হবে কি করে আমরা ক্ষমতায় এলে প্রথমেই রাস্তার কাজ হবে।
আইমা সমর্থিত প্রার্থী গৌরাঙ্গ মোহন মাইতি ওজৈতুন নেসা খাতুন বলেন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি লুটেপুটে খেয়েছে তাই রাস্তা করেনি। আমরা ক্ষমতায় এলে রাস্তার কাজ প্রথম হবে।
বিজেপি সমর্থিত প্রার্থী পঞ্চায়েত সমিতির কৃষ্ণা দাস কুমার বলেন শাসক দল নিজেদের সোজন পোষণ করেছেন উন্নয়নের কথা ভাবেনি। তাই চোর মুক্ত পঞ্চায়েত সমিতি করতে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা ক্ষমতায় এলে উন্নয়নের কাজ আগে হবে।
শাসক দলের প্রাক্তন জেলা পরিষদের সদস্য শিক্ষক মিলন কুমার পাত্র বলেন আমরা বহু কাজ করেছি । পথশ্রী প্রকল্পে অনেক রাস্তা হয়েছে।এনার্জি প্রকল্পের টাকা এখনো কেন্দ্র সরকার দিচ্ছে না তাই কাজ হয়নি। শুধু বিজরামপুরের রাস্তা নয় অনেক রাস্তা বাকি রয়েছে। আগামী দিনে আমরা ঐ কাজগুলো করব। সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মিশ্র বলেন আমরা বহু রাস্তা কাজ করেছি। ওইটুকু রাস্তা কাজ করতে গিয়ে আমরা থমকে গিয়েছি। কার জায়গা দিয়ে রাস্তা হবে সেটা এখনো ঠিক করতে পারেনি। সেই জন্য এই কাজটা থমকে রয়েছে। আগামী দিনে সকলকে সাথে আলোচনা করে কাজ করব।
No comments