মেদিনীপুর সমন্বয় সংস্থার সুতাহাটা ইউনিটির সাধারণ সভাপ্রখ্যাত গণিত গবেষক ও প্রাক্তন অধ্যাপক ডঃ প্রণবেশ জানা দ্বারা প্রতিষ্ঠিত অবিভক্ত মেদিনীপুর জেলার ওপর মেদিনীপুর সমন্বয় সংস্থা, সুতাহাটা ইউনিট এর ১লা, জুলাই ২০২৩ এর সাধারণ সভায়…
মেদিনীপুর সমন্বয় সংস্থার সুতাহাটা ইউনিটির সাধারণ সভা
প্রখ্যাত গণিত গবেষক ও প্রাক্তন অধ্যাপক ডঃ প্রণবেশ জানা দ্বারা প্রতিষ্ঠিত অবিভক্ত মেদিনীপুর জেলার ওপর মেদিনীপুর সমন্বয় সংস্থা, সুতাহাটা ইউনিট এর ১লা, জুলাই ২০২৩ এর সাধারণ সভায় সভাপতি ও বাবুপুর এ্যাগ্রিকালচারাল উচ্চ বিদ্যালয় (উ.মা.) দিলীপ বেরা তৃতীয় কাব্যগ্রন্থ "অন্তর্লীন " এবং সম্পাদক ও আইনজীবী মনোরঞ্জন গায়েন উপস্থিত ছিলেন জয়নগর উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দাস, দেউলপোতা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক অমিয় কুমার মাইতি, বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির নকুল চন্দ্র ঘাঁটি, প্রখ্যাত লেখক জগদীশ মুখোপাধ্যায় সহ সংস্থা এর সদস্যগন।
No comments