Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারের জমি ভরাট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে প্লট

সরকারের জমি ভরাট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে প্লট
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/MGn5Lzlov3I
সরকারি খাস জমি ভরাট করে প্লট বিক্রি। রাজ্যের রাজারহাট নিউটাউনে প্লট বিলিবন্টন নিয়ে অভিযোগ উঠতেই তদন্তের নির্দেশ দিয়েছেন রা…

 


সরকারের জমি ভরাট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে প্লট


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/MGn5Lzlov3I


সরকারি খাস জমি ভরাট করে প্লট বিক্রি। রাজ্যের রাজারহাট নিউটাউনে প্লট বিলিবন্টন নিয়ে অভিযোগ উঠতেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার কি হলদিয়াতে হবে?  এবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় বহু জায়গা বেনামী হয়ে যাচ্ছে। ১৯৬৮ সাল থেকে শিল্প শহর হলদিয়ায় বিভিন্ন জায়গায় অধিগ্রহণ হয়েছিল বহু মানুষ এখনো প্লট পায়নি সেই সকল প্লট বেদখল হয়ে যাচ্ছে বলে একাংশ মানুষের অভিযোগ।

 হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড অফিসের পিছনে খাস জমি ভরাট করে প্লট বিক্রি হচ্ছিল। গ্রামবাসীরা অভিযোগ দায়ের করলেন হলদিয়া পৌরসভা পৌর প্রশাসকের কাছে। হলদিয়া এসডিও এবং ভূমি দপ্তর এবং ডিএম এর কাছে। অভিযোগ পেয়ে হলদিয়া পৌরসভা এবং এসডিও তদন্ত শুরু করেন। জায়গাটি সরকারের খাস জমি তে কোনোভাবে যাতে কেউ দখল করতে না পারে তার জন্য সরকারের জায়গা বলে একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৫ থেকে 20 জন ওই প্লট কিনে নিয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়ে । এই বোর্ড লাগানোর পর তারা টাকা চাইছে যারা প্লট বিক্রি করেছিলেন অনেকেই বলছেন গ্রামবাসীরা এই প্লট ভরাট করে বিক্রি করেছিলেন। সরকারি খাস জায়গা শ্মশান যেগুলো রয়েছে সেগুলো কি  গ্রামের মানুষ নিজেরা দখল করতে পারে সে নিও প্রশ্ন চিহ্ন ? হলদিয়া পৌর এলাকায় বহু জায়গা রয়েছে সেই জায়গাগুলি বেদখল হয়ে যাচ্ছে বলে হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষদের দাবি।  প্লট পাইনি বলে বিভিন্ন জায়গায় বেদখল করে ব্যবসা-বাণিজ্য ঘর করে নিয়েছেন হলদিয়া পোর্টের উদ্যোগে বিভিন্ন জায়গায় বস্তি উচ্ছেদ চলছে। তারই মধ্যেই হলদিয়া পৌরসভার অফিসের পিছনে ঢিল ছোড়া দূরত্বে প্রায় এক একর জায়গা ভরাট করে বিক্রি হচ্ছিল। গ্রামের মানুষ ব্রজেন কুমার মাইতি অভিযোগে নড়েচড়ে বুসলেন সরকার এবং পৌর কর্তৃপক্ষ অবশেষে ওই জায়গা বিক্রি বা দখল না করতে পারে তার জন্য এসডিও এর পক্ষ থেকে একটি বোর্ড লাগানো হয়েছে। শুধু কি বোর্ড লাগিয়ে ক্ষান্ত হবে ব্রজেন বাবুর অভিযোগ। কাঁথি পৌরসভা এলাকায় শ্মশান ভরাট করে স্টল বানানো হয়েছিল। কেন শ্মশান ভরাট করে স্টল করা হয়েছিল তার জন্য পৌরসভার তৎকালীন চেয়ারম্যান কে সমন জারি হয়েছিল। এখানে কে বা কারা এই হলদিয়া এলাকায় সরকারি জায়গা ভরাট করে প্লট বিক্রি করছিল তার কি তদন্ত হবে না। যদিও ব্রজেন বাবু অভিযোগ করেছেন হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অঙ্গুলি হেলনে কয়েকজন কতিপয় এ কাজ করেছেন। হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক বললেন আমরা অভিযোগ পেয়েছিলাম তদন্ত করে দেখলাম জায়গাটি সরকারের খাস জায়গা সেজন্যই আমরা বোর্ড লাগিয়ে দিয়েছি যাতে কেউ ওই জায়গার উপরে কোনভাবে হস্তক্ষেপ না করতে পারে। 

কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন বর্তমান সরকারের নেতৃত্বরা লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে হলদিয়া টাকে। হলদিয়ার বহু জায়গা রয়েছে যারা যাদের জায়গা শিল্প গড়ে উঠেছে তারা এখনো প্লট পায়নি সেই সকল প্লট বিলিবন্টন করছেন না হলদিয়া উন্নয়ন পর্ষদ আর তার ফলেই দলের নেতারা সেই সকল ভরাট করে বিক্রি করছে লক্ষ লক্ষ টাকায়। প্রকৃত মানুষ যাদের প্লট পাওয়া দরকার তারা পায়নি। অবিলম্বে নজর দিক প্রশাসন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের দায়িত্বে রয়েছেন  মুখ্যমন্ত্রী। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় সরকারি জমি ভোরাট করে বেনামে হয়ে যাচ্ছে বন্ধ হোক এই ধরনের দুর্নীতি। 

No comments