স্কুল থেকে উদ্ধার সিওর চিতি সাপ
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত রঘুনাথপুর জুনিয়র হাইস্কুলে ক্লাস চলাকালীন শ্রেনিকক্ষের মধ্যে হঠাৎ ছাত্র/ছাত্রীর দেখতে পায় একটি সিওর চিতি সাপ। ভয়পেয়ে শোরগোল ফেলে দেয়। সকলে বেঞ্চি…
স্কুল থেকে উদ্ধার সিওর চিতি সাপ
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত রঘুনাথপুর জুনিয়র হাইস্কুলে ক্লাস চলাকালীন শ্রেনিকক্ষের মধ্যে হঠাৎ ছাত্র/ছাত্রীর দেখতে পায় একটি সিওর চিতি সাপ। ভয়পেয়ে শোরগোল ফেলে দেয়। সকলে বেঞ্চির উপর উঠে বসে আছে ভয়ে। প্রধান শিক্ষক তথা সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সহ সম্পাদক সুরজিৎ গুছাইত তৎখনাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের কার্যকারী সভাপতি স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটীকে ফোন করেন । নকুল চন্দ্র ঘাঁটি ২০ শে জুলাই বৃহস্পতিবার কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হয়ে সাপটি খালি হাতে উদ্ধার করে এবং ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের সাপ সম্পর্কে সচেতন করেন। পরে সাপটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে উনি জানান।
No comments