৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শাসক দলের হাতছাড়া হলো ২গ্রামের সরকার গঠনের রায় কার দিকে আজকে তা পরিষ্কার হয়ে গেল। হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েতে সকাল থেকেই ভোট গণনা শুরু হয় ।স্থানীয় চকদ্বীপা হাই স্কুলে।…
৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শাসক দলের হাতছাড়া হলো ২
গ্রামের সরকার গঠনের রায় কার দিকে আজকে তা পরিষ্কার হয়ে গেল। হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েতে সকাল থেকেই ভোট গণনা শুরু হয় ।স্থানীয় চকদ্বীপা হাই স্কুলে। হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েতে মোট আসন গ্রাম পঞ্চায়েতে ৮৯ টি। ফলাফলে দেখা যায় বাড় উত্তর হিংলী মোট আসন ২৭ বিজেপি ১৯ তৃণমূল ৬ AIMA ২
এবং দেউলপোতা অঞ্চল মোট আসন ২৭ বিজেপি ১৪ তৃণমূল ১১ নির্দল ২ টি।দেভোগ অঞ্চল মোট আসন ১৫ তৃণমূল ১০ বিজেপি ৫
চকদ্বীপা অঞ্চল মোট আসন ২০ বিজেপি ৩ আইএস এফ ১ তৃণমূল কংগ্রেস ১৬ এবং দেভোগ অঞ্চল শাসক দল তৃণমূলের দখলেই রেখেছে মোট আসন ১৫ বিজেপি ৫ তৃনমূল কংগ্রেস ১০টি।
২০১৮ সালে নির্বাচনে এই চারটি অঞ্চল শাসক দল তৃণমূলের দখলেই ছিল।
হলদিয়া ব্লক আইএনটি টিইউসি সভাপতি হারাধন বোয়াল বলেন বিভিন্ন অশুভ শক্তি রাম বাম এবং ডান যৌথভাবে একত্রিত লড়েছিল বলেই আমাদের ভোট কেটেছে। কিন্তু নৈতিক জয় আমরা পেয়েছি হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আমাদের প্রার্থীরাই জিতবে । জয়ের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
No comments