Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় হলদিয়ার মেয়ে সঞ্চিতা

ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় হলদিয়ার মেয়ে সঞ্চিতা
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহরে খেলার মান খুবই উন্নত। খেলা প্র্যাকটিস করার জন্য সে ধরনের কোন মাঠ নেই। সরকারের  কোন উদ্যোগও নেই। বিগত বাম আমলে স্পোর্টস কমপ্লেক্স…

 




ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় হলদিয়ার মেয়ে সঞ্চিতা


পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহরে খেলার মান খুবই উন্নত। খেলা প্র্যাকটিস করার জন্য সে ধরনের কোন মাঠ নেই। সরকারের  কোন উদ্যোগও নেই।

 বিগত বাম আমলে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার জন্য বাড়ঘাসীপুর মৌজাতে প্রায় ৭০ একর জায়গা অধিগ্রহণ করে স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিয়ে ছিলেন। কিন্তু সেই স্বপ্ন হলদিয়া বাসি পূর্ণ হল না। স্বপ্ন ,স্বপ্নই থেকে গেল।

 কিন্তু শিল্প শহরের তরুণ-তরুণীরা তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্র্যাকটিস করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ফুটবল ভলিবল,দাবা, জিমন্যাস্টিক, সাঁতার, কাবাডি এবং ক্যারাটে প্রতিযোগিতায় অনেকেই সাফল্য অর্জন করেছেন। হলদিয়া কে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন।

হলদিয়ার ডিঃঘাসীপুর গ্রামের ছেলে আজগর আলী ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কার রালিতে বহুবার জয়ী হয়েছেন। ভবানীপুরে নিবেদিতা কলোনিতে বাড়ি পূজা দাস ইন্টারন্যাশনাল সাঁতার প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। ন্যাশনাল ইন্টারন্যাশনালের জিমন্যাস্টিক সোনা  এনেছিলেন হলদিয়া, ক্ষুদিরামনগরে বাড়ি সায়ন্তনী সাহা। হলদিয়াতে বহু প্রতিভা রয়েছে কিন্তু প্রতিভার বিকাশ ঘটানোর জায়গা নেই।

 আগামী ৪,৫,৬ আগস্ট তিন দিন ধরে দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতা শুরু হবে। পূর্ব মেদিনীপুর জেলা সহ হলদিয়া ক্যারাটে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বহু প্রতিযোগী অংশগ্রহণ করবেন। সিনিয়র গ্রুপে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন হলদিয়া দুর্গাচকে বাড়ি সঞ্চিতা সামন্ত , ৬ বছর প্র্যাকটিস করে এবারে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

 এলাকার মানুষ সহ হলদিয়া পৌরসভা পাশে রয়েছেন বলে জানালেন। পৌরসভার তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়। উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জী ফিন্যান্স অফিসার দুলাল সরকার এবং হলদিয়া পৌরসভার সিইও তাপস মুখোপাধ্যায় প্রমূখ।

No comments