আসান্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে বাড়শুকলালচকে ২৩৪ ও ২৩৫ নং বুথে চলছে তৃনমূলের নির্বাচনী সভা হলদিয়া বন্দর ঃ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হলদিয়া উন্নয়ন ব্লকের দেউলপতা অঞ্চলের বাড়শুকলালচক গ্রামে ২৩৪ ও ২৩৫ নং বুথ…
আসান্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে বাড়শুকলালচকে ২৩৪ ও ২৩৫ নং বুথে চলছে তৃনমূলের নির্বাচনী সভা
হলদিয়া বন্দর ঃ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হলদিয়া উন্নয়ন ব্লকের দেউলপতা অঞ্চলের বাড়শুকলালচক গ্রামে ২৩৪ ও ২৩৫ নং বুথে অনুষ্ঠিত হলো নির্বাচনী সভা।উক্ত সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস কমিটির অণ্যতম সদস্য অর্নব দেবনাথ,জেলা সম্পাদক অনিল জানা,জেলা পরিষদের প্রার্থী ভবতোষ পাত্র,পঞ্চায়েত সমিতি মৌমিতা ঘৌড়াই,২৩৪ গ্রাম পঞ্চায়েতে আল্পনা প্রামানিক,২৩৫ গ্রাম পঞ্চায়েতে স্বপ্না মান্না, দেউলপতা অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সোমনাথ মাইতি,দেউলপতা অঞ্চলের নির্বাচন কমিটির সদস্য সেক আজানুর,২৩৪ নং বুথের সভাপতি নারায়ণ পাত্র,বুথের সম্পাদক তপন দেবনাথ,২৩৫ নং বুথের সভাপতি সেক আমিরুল ইসলাম এছাড়াও অনান্য বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ।
No comments