Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিপিআইএম প্রার্থী গ্রামের ভ্যানচালক নিরঞ্জন শ্রমজীবী রাধারানী

সিপিআইএম প্রার্থী গ্রামের ভ্যানচালক নিরঞ্জনভ্যানচালক ও ১০০দিনের কাজের শ্রমিক দুই সিপিএম প্রার্থীকে নিয়ে। সুতাহাটার গুয়াবেড়িয়া অঞ্চলের কৃষ্ণনগরের দুই শ্রমজীবী প্রার্থী জনসংযোগে পিছিয়ে দিয়ে তৃণমূল ও বিজেপিকে। কৃষ্ণনগর দক্ষিণে ৭৩ নম…

 



সিপিআইএম প্রার্থী গ্রামের ভ্যানচালক নিরঞ্জন

ভ্যানচালক ও ১০০দিনের কাজের শ্রমিক দুই সিপিএম প্রার্থীকে নিয়ে। সুতাহাটার গুয়াবেড়িয়া অঞ্চলের কৃষ্ণনগরের দুই শ্রমজীবী প্রার্থী জনসংযোগে পিছিয়ে দিয়ে তৃণমূল ও বিজেপিকে। কৃষ্ণনগর দক্ষিণে ৭৩ নম্বর বুথের সিপিএম প্রার্থী নিরঞ্জন মালাকার পেশায় ভ্যানচালক এবং কৃষ্ণনগর উত্তরের ৭১ নম্বর বুথের প্রার্থী রাধারানি ভৌমিক ১০০দিনের কাজের শ্রমিক। বছর পয়তাল্লিশের নিরঞ্জন কৃষ্ণনগর স্কুল মোড় থেকে সুতাহাটা বাজার রুটে ভ্যানরিক্সা চালান। স্থানীয় বাম যুব নেতা এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী আক্তার হোসেন বলেন, নিরঞ্জন দীর্ঘদিনের বাম সমর্থক এবং দারুণ জনসংযোগ করছে।

গ্রামের তার গঠনে এবারের প্রতিনিধিত্ব করেছিলেন ভ্যানচালক নিরঞ্জন ও রাধারানী ভৌমিক। নিরঞ্জন সিপিআইএমের প্রার্থী ছিলেন। নিরঞ্জনের দিকে ফলাফল কি হতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছেন সুতাহাটা এলাকার মানুষ গ্রামের সরকার গঠনে গ্রামের মানুষের যে প্রতিনিধিত্ব করা দরকার তা এবারে ভ্যানচালক নিরঞ্জন ও রাধারানী তা বুঝিয়ে দিচ্ছেন এলাকার মানুষকেই।

No comments