Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমেরিকায় পাড়ি দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার থেকে লায়ন শেখ মজাফফরের সম্বর্ধনা সভা

আমেরিকায় পাড়ি দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার থেকে লায়ন শেখ মজাফফর।


লায়ন শেখ মজাফফরের সম্বর্ধনা সভা।
পরিবারের সাথে শেখ মজাফফর

আমেরিকায় পাড়ি দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার থেকে লায়ন শেখ মজাফফর।

ভিডিও দেখতে ক্লিক …

 



আমেরিকায় পাড়ি দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার থেকে লায়ন শেখ মজাফফর।




লায়ন শেখ মজাফফরের সম্বর্ধনা সভা।


পরিবারের সাথে শেখ মজাফফর


আমেরিকায় পাড়ি দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার থেকে লায়ন শেখ মজাফফর।



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/35v9AQ2tNnM


লায়ন কে? হলদিয়ার শিল্পাঞ্চলে অলিতে গলিতে এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রামে কারোর মেয়ের বিবাহ, কারোর ছেলের উপনয়ন, আবার কারোর বাড়িতে মুসলমানি করার জন্য অর্থের প্রয়োজন, রাস্তার বেহাল উন্নয়ন হয়নি, স্কুল কলেজের ছেলেমেয়েরা পড়তে পারছে না এক কথায় মুশকিল আসান হতো।

 পূর্ব মেদিনীপুর জেলার বর্তমানে হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী  শেখ মজাফফর। জনগণের সেবা করার জন্য একসময় হলদিয়া বন্দরে চাকরি ছেড়ে দিয়ে তিনি কাউন্সিলর হয়েছিলেন। বহু কন্যাদায়গ্রস্ত পিতা যখন তার মেয়েকে বিয়ে দিতে পারছে না শুধু খবরটা পৌঁছে দিতে হতো, বিয়ের দিন গাড়ি ভর্তি করে খাট আলমারি সাইকেল মেয়ের বিয়ের সমস্ত সামগ্রী এবং বিয়ের অনুষ্ঠানের আর্থিক অর্থ পাঠাতেন। শেখ মোজাফফর র বহু মানুষকে ব্যবসা- করার জন্য উৎসাহিত করেছেন। বহু ছেলেমেয়েকে পড়াশুনোর জন্য এখনও অর্থ দান করছেন। বর্তমানে লায়ন শেখ মুজাফফর কয়েকটি জেলার দায়িত্বে রয়েছেন।

ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নরদের নিয়ে সম্মেলন হবে আমেরিকায়। সম্মেলনের উদ্দেশ্যে আমেরিকার পাড়ি দিলেন হলদিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, সমাজসেবক, হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, লায়ন ডিস্ট্রিক্ট ৩২২ সি১গভর্নর শেখ মজাফফর সাহেব । তিনি পাঁচটি জেলার দায়িত্বে রয়েছেন বিমানবন্দরে জেলার অন্যান্য লায়ন এবং হলদিয়া দুর্গাচক টাউনশিপে লায়ন্স ক্লাবের সদস্য বৃন্দ বিমানবন্দরে তাকে সম্বর্ধনা দিলেন পুষ্পস্তবক দিয়ে। সস্ত্রীক শেখ মজাফফর ইন্টারন্যাশনাল লায়ন ডিস্ট্রিক্ট গভর্নরদের সম্মেলনে যাচ্ছেন আমেরিকাতে।পূর্ব মেদিনীপুর জেলার ডিঘাসীপুর গ্রামের বাসিন্দা এখন আমেরিকায়  জেলার প্রতিনিধিত্ব করবেন। তিনার এই বিদেশ যাত্রা শুভ সফল হোক সকলেই শুভকামনা  জানালেন।



No comments