খেজুরিতে তৃণমূল বিজেপির সেটিং। আক্রমণ সি,পি,আই (এম) নেতাকর্মীদের উপর ।২৬ শে জুলাই রাত ১১ টার সময় লাক্ষী গ্রাম পঞ্চায়েতের উদাখালি ৫৮ নম্বর বুথে সি,পি,আই(এম)র প্রার্থী নুরজাহান বিবি প্রার্থী হাওয়ার অপরাধে তার বাড়িতে গিয়ে চড়াও…
খেজুরিতে তৃণমূল বিজেপির সেটিং। আক্রমণ সি,পি,আই (এম) নেতাকর্মীদের উপর ।
২৬ শে জুলাই রাত ১১ টার সময় লাক্ষী গ্রাম পঞ্চায়েতের উদাখালি ৫৮ নম্বর বুথে সি,পি,আই(এম)র প্রার্থী নুরজাহান বিবি প্রার্থী হাওয়ার অপরাধে তার বাড়িতে গিয়ে চড়াও হয় তৃণমূলী দুষ্কৃতকারীরা।
তাকে হুমকি,ধমক -চমক দেয়। পঞ্চায়েত নির্বাচনে ফল ঘোষণার দিন পুলিশ প্রশাসন, তৃণমূল নেতা এবং বিডিও, কাউন্টিং অফিসারদের যৌথ চক্রান্তে ভোটে এগিয়ে যাওয়া সি,পি,আই (এম) প্রার্থী নুরজাহান বিবিকে ব্যালট পত্রে কারচুপি করে হারিয়ে দেয়। তার পর থেকে ওকে হুমকী ও ভয় দেখানো হয়। কিছুদিন বাড়ি ছাড়া হন। গতকাল তার বাড়িতে এসেছেন নুরজাহান বিবি। তৃণমূলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর স্বামী শেখ জব্বরের নেতৃত্বে তৃণমূলের সমাজ বিরোধীরা রাত ১১ টার সময় এসে ধমক দিয়ে যায়, যাতে সে যেন ঘরের বাইরে না বেরোয়।
পারিবারিক কাজের প্রয়োজনে আজ সকালে যখন নুরজাহান বিবি বাজারে গেলে ঐ দুষ্কৃতী রা ঘিরে মারধর করে। নুরজাহানে গলা টিপে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ অত্যাচার শুরু হয়। তার কাপড়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে মেরে ফেলার চেষ্টা করে। বিবস্ত্র করে, শরীরের জামা -কাপড় ছিঁড়ে দেয়। রাস্তায় এ ঘটনায় এলাকার লোকজন ও সিপিএমের নেতৃত্ব কর্মীগণ খবর পেয়ে ঘটনা স্থলে দৌড়ে এলে দুষ্কৃতিরা ফেলে চম্পট দেয়। হেঁড়িয়া ফাঁড়িতে জানানো হয় । পুলিশ ঘটনাস্থলে যায় অনেক দেরিতে। সংগঠনের নেতৃত্ব গোকুল ঘোড়ুই সহ নেতৃত্ব কর্মীরা তাকে নিয়ে আসে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে ট্রান্সফার করে দিলে পর এরিয়া কমিটির সদস্য অতনু রায়, শেখ শাকিল, নারায়ন চন্দ্র দাস সহ নেতৃত্ব গন কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। তার শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক।খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস। দেখা করেন। সমস্ত বিষয়ে খোঁজখবর নিয়ে, কথা বলেন নুরজাহান বিবির সঙ্গে। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন-- সারা দেশ জুড়ে মহিলাদের উপর নির্যাতন শুরু হয়েছে। মনিপুর থেকে মালদা এবং পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর লাখী কোন জায়গায় মহিলারা বাদ যাচ্ছে না। রাষ্ট্রীয় মদতে এসব হচ্ছে।দু এক দিনের মধ্যে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
অনুরূপভাবে খেজুরি ২ নম্বর ব্লকে সিপিআইএমের জেলা কমিটির সদস্য প্রতিমা মন্ডলকে ওই এলাকার বিজেপির কতিপয় দুষ্কৃতিকারীরা, তার অরকবাড়ী গ্রামের বাড়িতে গিয়ে চড়াও হয়। খেজুরি -২ ব্লকে বিজেপি এবং খেজুরি -১ ব্লকে টি,এম,সি তাদের প্রভাব বাড়ানোর ফলে বাম কর্মী নেতৃত্বদের উপরই আক্রমণ নামিয়ে এনেছে। দুই দল ই সেটিং করে চলছে। পূর্ব মেদিনীপুর জেলায় টি,এম,সি বিজেপির এই সেটিং এর ফলে ভোট বিভাজন করার মধ্য দিয়েই যে যার এলাকা দখল করতে পেরেছে। দুই দলের নেতাদের এত হম্বি-তম্বী করা সত্ত্বেও তৃণমূল বিজেপির কোথাও মারামারি বা সংঘর্ষ দেখা যায়নি।
মানুষ এদের লুকোচুরি ধরে ফেলেছে। তাই একমাত্র সাধারণ মানুষের দাবী দাওয়া নিয়ে লড়াইয়ের ময়দানে থাকা বামেদের শক্তি বৃদ্ধিতে এরা আতঙ্কিত। তাই শুরু হয়েছে ধমক চমক দেখিয়ে বামেদের চাপিয়ে রাখার কৌশল।
No comments