Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল কে এবছরের '6 th PEFI NATIONAL AWARDS -2023 'প্রদান করা হয়

হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল কে এবছরের '6 th PEFI NATIONAL AWARDS -2023 'প্রদান করা হয়

Physical Education Foundation of India (National Sports Pramotion Organisation)প্রতি বছর সারা ভারতবর্ষ জুড়ে সমীক্ষা চালিয়ে দেশের সে…

 



হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল কে এবছরের '6 th PEFI NATIONAL AWARDS -2023 'প্রদান করা হয়



Physical Education Foundation of India (National Sports Pramotion Organisation)প্রতি বছর সারা ভারতবর্ষ জুড়ে সমীক্ষা চালিয়ে দেশের সেরা স্কুল কে 'PEFI NATIONAL AWARDS 'প্রদান করে থাকে। মূলত খেলাধুলার ক্ষেত্রে বিদ্যালয়ের উন্নত পরিকাঠামো, ক্রীড়া প্রশিক্ষণের আধুনিক সুযোগ সুবিধা, রাজ্যস্তর ও জাতীয় স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের সাফল্য, ক্রীড়া শিক্ষকদের দক্ষতা, প্রভৃতি বিচার করে জাতীয় স্তরের এই পুরস্কার প্রদান করা হয়। 


গত ৯ই জুলাই,২০২৩ তারিখ রবিবার নিউ দিল্লির এন ডি এম সি কনভেনশন সেন্টারে এক বর্নাঢ্য অনুষ্টানের মধ্য দিয়ে হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল কে এবছরের '6 th PEFI NATIONAL AWARDS -2023 'প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন হকি তারকা দিলীপ তিরকে( পদ্মভূষণ), সভাপতি,হকি ইন্ডিয়া এছাড়া উপস্থিত ছিলেন ড: এ কে বনসাল(দ্রোণাচার্য),পীযুস জৈন, সেক্রেটারি,পেফি প্রভৃতি বিশিষ্ট ব্যক্তি বর্গ।

পশ্চিমবঙ্গের প্রথম স্কুল হিসেবে ডি এ ভি পাবলিক স্কুল এই সম্মান অর্জন করে। এই সম্মান পেয়ে স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক - শিক্ষিকা, ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ ভীষণ খুশি। প্রিন্সিপাল এন পি দত্ত বলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকদের তত্ত্বাবধানে সারা বছর ধরে ছাত্র ছাত্রীরা প্রায় ১৬টি খেলার ওপর প্রশিক্ষন নিয়ে থাকে। প্রতি বছর গরমের ছুটিতে ১০ দিন ব্যপী প্রায় ৩৫০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রশিক্ষণ শিবির চলে।ক্যারাটে, হ্যান্ডবল, যোগাসন, প্রশিক্ষনের জন্য বাইরে থেকে কোচ আনা হয়।যাদের হাত ধরে এই সম্মান প্রাপ্তি বিশেষ করে খেলোয়াড়দের সেই সঙ্গে ক্রীড়া শিক্ষক, কোচ এবং অভিভাবকদের তিনি ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান দুই স্পনসরিং কোম্পানি শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট এবং ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড কে যারা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ক্রীড়া প্রশিক্ষণের জন্য উন্নত মানের পরিকাঠামো তৈরি করেছেন। সর্বোপরি ধন্যবাদ জানান পেফি কে যারা সারা ভারতবর্ষের সেরা স্কুল হিসেবে ডি এ ভি পাবলিক স্কুল কে এই সম্মান প্রদান করেছেন।

No comments