আরামবাগ মহকুমায় কৃষকদের জন্য বিনামূল্যে ফেরি পরিষেবা প্রদানের কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বুধবার হুগলি জেলায় কৃষকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে…
আরামবাগ মহকুমায় কৃষকদের জন্য বিনামূল্যে ফেরি পরিষেবা প্রদানের কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বুধবার হুগলি জেলায় কৃষকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এই এলাকায় ফসল নিয়ে নদী পারাপারের জন্য কৃষকদের ফেরির ভাড়া দিতে হবে না।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায় প্রবল করতালির মধ্যেই বলেন, ‘‘বন্যা এবং বর্ষার সময় (এই এলাকায়) নৌ-পারাপারের জন্য অধিক ভাড়া আদায় করা হয়। এই বিষয়টি আমার নজরে এসেছে। এ নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে আমি কথা বলেছি। যেহেতু এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং তাঁরা মূলত আলু চাষ করেন, তাই তাঁদের কাছ থেকে ফসল নিয়ে নদী পারাপারের সময় আর ফেরির ভাড়া নেওয়া উচিত নয়। যখন কোনও কৃষক আলু বা গমের বিশাল বস্তা নিয়ে নদী পারাপার করবেন, তাঁদের এর জন্য আর কোনও ভাড়া দিতে হবে না।’’
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান, শীঘ্রই রাজ্য সরকার এই সিদ্ধান্ত কার্যকর করবে। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদেরও নির্দিষ্টি পরিমাণ ন্যূনতম অর্থই ফেরির ভাড়া হিসাবে দিতে হবে। নদী পারাপারের জন্য তাঁদের কোনও বাড়তি টাকা দিতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘কোনওভাবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে, প্রশাসন এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে।’’
আরামবাগের জনসভায় বক্তব্য রাখার সময় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এই জেলা থেকে নির্বাচিত বিরোধী দলের নেতারা মানুষের সমস্যা নিয়ে মাথা না ঘামিয়ে বিধানসভায় বিক্ষোভ প্রদর্শনেই ব্যস্ত রয়েছেন।
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘গতকাল গোঘাটে কিছু মানুষ আমার হাতে কয়েকটি চিঠি তুলে দিয়েছেন। গতরাতে সেগুলি পড়ার পর আমি জানতে পারি, এই এলাকায় নদী পারাপার নিয়ে কিছু অভিযোগ রয়েছে। আরামবাগ মহকুমাকে নদীপথে ঘিরে রয়েছে দামোদর এবং মুণ্ডেশ্বর। এই এলাকায় প্রায় ৬২টি থেকে ৬৪টি খাল রয়েছে, ঘাট রয়েছে প্রায় ৩২টি থেকে ৩৪টি। কয়েকটি সংস্থা ফেরি পরিষেবার দায়িত্বে রয়েছে এবং পঞ্চায়েত আধিকারিকদের মাধ্যমে তারা এই স্বত্বাধিকার লাভ করেছে।’’
No comments