Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! জল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে পৌর এলাকায়

জল জীবন নয়, জল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে পৌর এলাকায়পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভা ২৪ নম্বর ওয়ার্ডে ক্ষুদিরামনগর হিসেবে গড়ে উঠেছিল। ১৯৯২ সালে বাম আমলেই শিল্পের জোয়ার বামফ্রন্টের মূল স্লোগান ছিল কৃষি আমাদের ভিত শিল্প…

 



জল জীবন নয়, জল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে পৌর এলাকায়

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভা ২৪ নম্বর ওয়ার্ডে ক্ষুদিরামনগর হিসেবে গড়ে উঠেছিল। ১৯৯২ সালে বাম আমলেই শিল্পের জোয়ার বামফ্রন্টের মূল স্লোগান ছিল কৃষি আমাদের ভিত শিল্প আমাদের ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখেই সারা হলদিয়া জুড়ে শিল্পের অগ্রগতি ঘটে।

সেই সময়কালে সি এফ সি এল, মিৎসুবিশি এবং হলদিয়া পেট্রো কেমিক্যালস জন্য জায়গা অধিগ্রহণ শুরু হয়। ১৯৯৬ সালে তার জন্য হলদিয়া বিধানসভা হাতছাড়া হয় জাতীয় কংগ্রেস নির্বাচনের জয় লাভ করেছিলেন ।

কিন্তু জায়গা অধিগ্রহণ এবং শিল্পের জন্য মানুষ এগিয়ে এসেছিলেন পরবর্তীকালে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে জয়ী হয় বামফ্রন্ট ক্ষুদিরাম নগর কে বলা হতো সিপিএমের মৃত্যুপুরী শ্মশান করেছে কিন্তু সেই ক্ষুদিরাম নগর তিলে তিলে  তিলোত্তমায় হয়ে দাঁড়িয়েছে। শিল্প শহরে হলদিয়া পৌরসভার কয়েকটি বড় ঝিল রয়েছে কয়েক বিঘার কিন্তু সেই ঝিলগুলি পরিচর্যা না হওয়ার জন্য সমস্যায় পড়ছে ওই এলাকার বাসিন্দারা। সারা গ্রামের ড্রেনের নোংরা জল পড়ছে সেই ঝিলে। এই ঝিল থেকে হলদি নদীর সঙ্গে সংযোগ করা হয় আগেই ঝিলে জোয়ার ভাটা খেলতো বর্তমানে নিকাশী বেহাল অবস্থার জন্য আর জোয়ার ভাটা খেলে না।

 ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী শাসমল উদ্যোগ নিয়েছিলেন শ্রাবন্তী ব্লকে এই ঝিলটিকে সুন্দর করে  সৌন্দর্যায়ন করার জন্য  প্রায় ৬কোটি ৫২ লক্ষ টাকার একটি প্রজেক্ট বানিয়েছিলেন কিন্তু হলদিয়া পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হয় ৫ ইসেপ্টেম্বর।

 ৬ সেপ্টেম্বর থেকে হলদিয়া পৌরসভার বোর্ডের দায়িত্ব নিলেন হলদিয়া এসডিও সুপ্রভাত চ্যাটার্জী ধীরে ধীরে হলদিয়া পৌর এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে যায়। দেখতে দেখতে প্রায় আট মাস অতিক্রান্ত বাম ডান রাজনৈতিক দল বারে বারে নির্বাচনের জন্য দাবি করেছেন কিন্তু কে কার কথা শোনে শেষ কথা বলবে রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশন। ২৪ নম্বর ওয়ার্ডের কয়েকটি ঝিল রয়েছে তার মধ্যে শ্রাবণী ব্লকের ২৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের পিছনে এই ঝিলটি জল পচে গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, ওই এলাকার মানুষ থাকতে পাচ্ছে না হলদিয়া পৌরসভাতে জানিয়েছেন কিন্তু কোন কাজ হয়নি। কয়েক বস্তা চুন ছড়িয়ে দায় সারা কাজ করেছে,  এলাকায় মানুষ বিক্ষোভে ফেটে পড়লেন যদিও পৌর প্রশাসকের নজরে আসতেই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন এই দুর্গন্ধ কিভাবে দূর করা যায় । জল কিভাবে পরিচ্ছন্ন করা যায় তবে এলাকার মানুষদের ক্ষোভ উবরে দিয়েছে। 

No comments