বিদেশে আমদানি করা কোকিং কোলের বদলে এলো দু ট্রাক নুড়ি পাথর কাঁদা
হলদিয়া বন্দর : বিদেশ থেকে আমদানি করা দামি কোকিং কোলের বদলে এবার ওড়িশার কটক থেকে হলদিয়া এসে পৌঁছল দু'ট্রাক বোঝাই নুড়ি, পাথর, কাদা। হলদিয়ার দুর্গাচকে মহালক্ষ্মী এ…
বিদেশে আমদানি করা কোকিং কোলের বদলে এলো দু ট্রাক নুড়ি পাথর কাঁদা
হলদিয়া বন্দর : বিদেশ থেকে আমদানি করা দামি কোকিং কোলের বদলে এবার ওড়িশার কটক থেকে হলদিয়া এসে পৌঁছল দু'ট্রাক বোঝাই নুড়ি, পাথর, কাদা। হলদিয়ার দুর্গাচকে মহালক্ষ্মী এন্নোর কোক এন্ড পাওয়ার কারখানায় আসছিল ৬০টনের বেশি দামি কোকিং কোল। অভিযোগ, মাঝরাস্তায় দুটি ট্রাক থেকে উধাও হয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকার পণ্য। তার বদলে কোকিং কোলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে পাথর ও কাদা। সপ্তাহ দুই আগে ঠিক একইভাবে কোটি টাকার ফেরো সিলিকন ভূটান থেকে হলদিয়া বন্দরে আনার সময় মাঝপথে গায়েব হয়ে গিয়েছিল। দুটি ট্রাকে করে ওই পণ্য বন্দরে আনা হচ্ছিল। ইস্পাত শিল্পের জন্য দামি ফেরো সিলিকন ইটালি রপ্তানি করার কথা ছিল। ফেরো সিলিকনের বদলে হলদিয়া এসে পৌঁছয় ট্রাক ভর্তি বালি ও পাথর। মে মাসেই পর পর এধরনের দুটি ঘটনা ঘটল। পণ্য সহ ট্রাক হাইজ্যাকিংয়ের বদলে এখন মাঝপথে পর পর এভাবে পণ্য গায়েব হওয়ার ঘটনায় উদ্বিগ্ন পুলিস। মূলত, ঝুঁকি কম হওয়ায় পাচারকারিরা নয়া পথ বেছে নিয়েছে বলে পুলিসের প্রাথমিক ধারনা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মহালক্ষ্মী এন্নোর কোক এন্ড পাওয়ার প্রাইভেট লিমিটেডের কটকের প্ল্যান্ট থেকে তাদের হলদিয়া প্ল্যান্টে আসছিল দু'ট্রাক বোঝাই কোকিং কোল। একটি ট্রাকের মালিকের বাড়ি দুর্গাপুরে এবং অন্যটির তমলুকের ডহরপুরে। গত ২২মে সকাল সাড়ে ১০টায় কটক ছাড়ে ট্রাক দুটি এবং ২৪মে সকালে এসে হলদিয়া পৌঁছয়। কয়েকদিম পর সংস্থার টেস্টিং ল্যাবে নমুনা পরীক্ষা করতে গিয়েই গলদ ধরা পড়ে। অভিযোগ, কটকের প্ল্যান্ট থেকে গাড়ি দুটি রওনা দেওয়ার পরই কোকিং কোল নামিয়ে নিয়ে সেখানে নিম্নমানের কয়লা, পাথর ও কাদা মিশিয়ে দেওয়া হয়। বাইরে থেকে প্রথমে তা বোঝার উপায় ছিল না। পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করতে গিয়ে সন্দেহ হয় ইঞ্জিনিয়ারদের। পরীক্ষার পরই ধরা পড়ে বিষয়টি। সংস্থার তরফে দুর্গাচক থানায় বুধবার অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।
এতদিন হলদিয়া বন্দর ও শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার পণ্য বোঝাই ট্রাক ও ট্যাঙ্কার মাঝরাস্তা থেকে উধাও হওয়ার নিয়মিত খবর মিলত। গত ছ'মাসে ছিনতাই হওয়া ৮-১০টি ট্রাক ও পণ্যের কোনও হদিশ মেলেনি। এবার পাচারকারিরা ট্রাক ছিনতাই না করে মাল হাওয়া করে দিচ্ছে। পুলিস জানিয়েছে, এপ্রিল মাসে তামিলনাড়ু থেকে হলদিয়ায় আসা প্রায় কোটি টাকার পণ্য বোঝাই ট্রাক থেকে দামী ধাতব পাত চুরি হয়ে যায়। হলদিয়ার এক্সাইড ব্যাটারি কারখানার জন্য ভিন রাজ্য থেকে লেড এন্টিমোনিয়াল অ্যালয় অর্থাৎ সীসা ও অ্যান্টিমোনির মিশ্র ধাতব পাত ট্রাকে করে আনা হচ্ছিল। ট্রাকটি কারখানার গেটে ঢোকার আগে কয়েক লক্ষ টাকার সীসার পাত চুরি যায়। হলদিয়া থানা এলাকায় ওই ঘটনার পর পনেরো দিনের মাথায় ফের ভবানীপুর থানা এলাকায় ফেরো সিলিকন বিদেশে রপ্তানির আগে ট্রাক থেকে চুরি যায়। এবার দুর্গাচক থানা এলাকার কোক কারখানায় গাড়ি থেকে মাল উধাও হওয়ার ঘটনা ঘটল। পুলিসি তদন্তে জানা গিয়েছে, হাইজ্যাকিংয়ের মতো এই ঘটনাগুলির সঙ্গে ড্রাইভার, গাড়ির মালিক এবং কখনও কখনও ট্রান্সপোর্ট সংস্থার জড়িত থাকার অভিযোগ মিলেছে। নতুন করে এবার গাড়ির বদলে পণ্য হাইজ্যাকিং হচ্ছে।
No comments