নির্বাচনে নমিনেশন তুলতে এসে অফিসের অচলাবস্থার মধ্যে পড়লেন সিপিআইএম
দীর্ঘ জল্পনার অবসান কাটিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলায় ভোট হবে এক দফাতেই। বৃহস্পতিবার সাংবাদিক ব…
নির্বাচনে নমিনেশন তুলতে এসে অফিসের অচলাবস্থার মধ্যে পড়লেন সিপিআইএম
দীর্ঘ জল্পনার অবসান কাটিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলায় ভোট হবে এক দফাতেই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
কমিশনের ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ হবে। ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে মনোনয়ন জমা, যা চলবে ১৫ জুন পর্যন্ত। এর মধ্যে রবিবার ছাড়া প্রত্যেক দিন বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। তবে অনলাইনে মনোনয়ন নেওয়া হবে না। ১৭ জুন স্ক্রুটিনির তারিখ ধার্য করা হয়েছে। প্রত্যাহার করা যাবে ২০ জুন পর্যন্ত। মনোনয়ন যেখানে জমা নেওয়া হবে, তার ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। ৮ তারিখ ভোট হলেও গণনা কবে, তা এদিন ঘোষণা করেনি কমিশন। মৌখিকভাবে তারা জানিয়েছে, ১১ জুলাই ভোটগণনা হতে পারে। এদিন রাজীব সিনহা বলেন, ‘এদিন থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। ফলে নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না।’
কমিশনের ঘোষণা অনুযায়ী, ২২টি জেলায় ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতে মোট ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট হবে। পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৯ হাজার ৭৩০। জেলা পরিষদে রয়েছে ৯২৮টি আসন। ভোট দেবেন ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ জন। সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে কী ভাবছে কমিশন? জবাবে কমিশনার জানান, রাজ্য সরকার ও কমিশন এব্যাপারে ভাবনা-চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজীব সিনহার বক্তব্য, ‘রাজ্য পুলিসে ভরসা রাখা উচিত। আমাদের উপর আস্থা রাখুন। প্রস্তুতিতে কোনও গাফিলতি থাকবে না। রাজ্য সরকারি কর্মচারীদেরও বলব আমাদের উপর আস্থা রাখতে।’ তিনি আরও জানিয়েছেন, ক্যালেন্ডার অনুযায়ী ঘোর বর্ষায় ভোট করানোর প্রস্তুতি নিয়েও রাজ্যের সঙ্গে আলোচনা সেরে রেখেছে কমিশন।
হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় পাম্প সমস্ত রাজনৈতিক দল নমিনেশন করার জন্য পঞ্চায়েত সমিতি অফিসে পৌঁছে গেছেন সাড়ে দশটা থেকেই কিন্তু অফিসে নির্বাচনী প্রক্রিয়ার কোন ব্যবস্থা নেই বলেই দাবি করলেন। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে পাচ্ছে না নির্বাচন কমিশন হলদিয়া পঞ্চায়েত সমিতি অফিসে ক্ষোভ উপড়ে দিলেন সিপিআইএম হলদিয়া লোকাল এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ পাল।
পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য অচিন্ত্য শাসমল অভিযোগ করলেন ২০১৮ সাল ফিরে আনতে চাইছে শাসক দল আর সেই জন্যই তড়িঘড়ি করে নির্বাচন ডাকলেন আমরা সকাল থেকে এসে দাঁড়িয়ে রয়েছি এখনো কোনো রকমে কোন ব্যবস্থাই নেই। অফিস সূত্রে খবর বেলা ১১ঃ০০ টা পর্যন্ত ভার্চুয়াল ট্রেনিং হয়েছিল তার পরেই নির্বাচন প্রক্রিয়া সমস্ত কাজ শুরু করছেন।
No comments